IAS PB Salim: মমতার আমলার নামে ভুয়ো প্রোফাইল, টাকা হাতানোর চেষ্টা! মথুরা থেকে ধৃত যুবক
Cyber Crime: বয়স্ক, প্রযুক্তিতে সড়গড় নন, এমন সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে, বোকা বানিয়ে, সাইবার প্রতারণার ঘটনা ভূরি ভূরি।
পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ, কলকাতা: মুখ্যমন্ত্রীর দফতরের আমলার নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ। উত্তরপ্রদেশের (Utatr Pradesh) মথুরা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। স্বয়ং আমলা যেখানে অন্তর্জাল জালিয়াতি থেকে রেহাই পাচ্ছেন না, সেখানে সাধারণ মানুষের কী হবে, উঠছে প্রশ্ন।
ভুয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে আর্থিক প্রতারণার চেষ্টা!
বয়স্ক, প্রযুক্তিতে সড়গড় নন, এমন সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে, বোকা বানিয়ে, সাইবার প্রতারণার ঘটনা ভূরি ভূরি। হাতে হাতে যত বেশি স্মার্টফোন উঠেছে, ততই রমরমা বেড়েছে জালিয়াতি চক্রের। তা নিয়ে সচেতনতা অভিযানও শুরু হয়েছে পুলিশের তরফে। বার বার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু অন্তর্জালে জালিয়াতির (Cyber Fraud) অদৃশ্য লম্বা হাতের নাগাল থেকে এবার রেহাই পেলে না খোদ বাংলার মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভ্যান্স সেলের ওএসডি।
IAS অফিসার পি বি সেলিম (IAS PB Salim)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরের পাবলিক গ্রিভান্স সেলের অফিসার অন স্পেশাল ডিউটি। সেই সঙ্গে রাজ্য বিদ্য়ুৎ বণ্টন সংস্থার চেয়ারম্যান ও ম্য়ানেজিং ডিরেক্টর পদে রয়েছেন তিনি।
আরও পড়ুন: West Bengal: ধৃত পাচারকারীকে ছাড়ানোর জন্য জওয়ানদের উপর হামলা, এক মহিলা কনস্টেবল-সহ আহত চার
এ হেন অফিসারের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সেই অভিযোগ দায়ের হয়। তার প্রেক্ষিতে শুক্রবার উত্তরপ্রদেশের মথুরা থেকে বিলাল নামে একুশ বছরের এক তরুণকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, ২১ বছরের বিলালই আমলার ভুয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে আর্থিক প্রতারণার ফাঁদ পেতেছিলেন। কেন আইএএস অফিসারের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুললেন তিনি? বিলালের জবাব, "ভুল হয়ে গিয়েছে।" তবে বিলালের এই কাজকে মোটেই ভুল বলে দেখছেন না তদন্তকারীরা। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
IAS সেলিমের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো প্রোফাইল
পুলিশ সূত্রে খবর, IAS পি বি সেলিমের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করেন বিলাল। ফেসবুক প্রোফাইল ঘেঁটে পরিচিতদের কাছে আমলার নামে বিভিন্ন অছিলায় টাকা দাবি করেন এই তরুণ। অভিযোগ, ই-ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। বিলালের মাধ্যমে আর কেউ প্রতারিত হয়েছেন কিনা, প্রতারণা চক্রে আর কেউ জড়িত কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।