Fake Medicine : ফের গুণগত মানের পরীক্ষায় ফেল ৩৯টি ওষুধ, তালিকায় অ্যাজমা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ ও ইনজেকশনও ফেল !
Bengal Fake Medicine : ফের গুণগত মানের পরীক্ষায় ফেল ৩৯টি ওষুধ, নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে নির্দেশিকা জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের

কলকাতা: ফের গুণগত মানের পরীক্ষায় ফেল ৩৯টি ওষুধ। নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে নির্দেশিকা জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। নিম্নমানের ওষুধগুলির মধ্যে এ রাজ্যের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস-এর।
আরও পড়ুন, ইনঞ্জেকশন দেওয়ার পরই গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ ! কলকাতার নার্সিংহোমে তালা ঝোলালো কমিশন
সর্বভারতীয় স্তরে নমুনা সংগ্রহ, জুলাইয়ে পরীক্ষার রিপোর্ট। রিপোর্ট পাওয়ার পরই নির্দেশিকা জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। এই ওষুধগুলি প্রত্যাহারের নির্দেশিকা সমস্ত পাইকারি ও খুচরো ওষুধ বিক্রেতাদের। ত্বকের ক্রিম ও শ্যাম্পুতে থাইল্যান্ডের রাসায়নিক ব্যবহারের অভিযোগ। পরীক্ষায় ফেল ডায়াবেটিস নিয়ন্ত্রণের একাধিক জনপ্রিয় ওষুধ। বদহজম ও অ্যাসিডিটির ওষুধ, তিন ধরনের জীবনদায়ী অ্যান্টিবায়োটিকও ফেল। বিভিন্ন ধরনের জরুরি ভিটামিন ওষুধও ফেলের তালিকায়। অ্যাজমা, অ্যালার্জি ও আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ ও ইনজেকশনও ফেল।
অ্যাসিডিটি, হজমের সমস্য়ায় ভুগছেন? মুঠোমুঠো অ্যান্টাসিড খাচ্ছেন? সাবধান। ওষুধের মধ্য়েই লুকিয়ে বিপদ! অ্য়াসিডিটি ও পেটের সমস্য়ার জন্য ব্য়বহৃত পাঁচটি নিম্নমানের ওষুধের খোঁজ পেয়েছে রাজ্যে ড্রাগ কন্ট্রোল বিভাগ। পেটের সমস্য়া এখন ঘরে ঘরে!ভুক্তভোগী ৮ থেকে ৮০। রোগ যেমন ঘরে ঘরে, ওষুধও আছে। কিনতু, অসুখ সারাতে গিয়ে উল্টে আরও বড় রোগ রোগ বাধাচ্ছেন না তো? প্রশ্নটা উঠছে, কারণ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে ড্রাগ কন্ট্রোল বিভাগের রিপোর্ট। সম্প্রতি রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের গুণমান পরীক্ষায় ফেল ৫ টি ওষুধ। তালিকায় রয়েছে এই ওষুধগুলো মূলত অ্যাসিডিটি, পেটের সমস্যা, পেটের ঘায়ের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে রাজ্য় ড্রাগ কন্ট্রোল বিভাগ।
তার মধ্য়ে কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমান জেলা থেকে সংগ্রহ করা পাঁচটি ওষুধ গুণমানের পরীক্ষায় ফেল করে। এর মধ্য়ে তিনটি নিম্নমানের ওষুধের নমুনার প্রস্তুতকারক সংস্থা কলকাতার। বাকি দুটি হিমাচল প্রদেশের। রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর, ওই পাঁচটি ওষুধে যে পরিমাণ রাসায়নিক থাকার কথা তা নেই। রাজ্য ড্রাগ কন্টোল বোর্ড ইতিমধ্য়েই সেই রিপোর্ট কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগে পাঠিয়েছে বলেই সূত্রের খবর। মাসখানেক আগেই, দেশজুড়ে গুণমান পরীক্ষায় ফের ফেল করে ১৮৮টি ওষুধ। এর মধ্যে কলকাতার ল্যাবে ফেল করেছে ২৭টি ওষুধ। সেই নিয়ে আতঙ্ক উৎকণ্ঠার মধ্য়েই রাজ্য ড্রাগ কন্ট্রোলের রিপোর্টে বাড়ল উদ্বেগ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















