Fake Voter : ভোটার লিস্টে ভূরি ভূরি ভূত ! তিন ছেলের বাবা তৃণমূল নেতার হয়ে গেল চার ছেলে
Fake Voter News : দুয়ারে ফিরহাদ থেকে উদয়ন ! ভুয়ো ভোটার বাছতে ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।

নদিয়া : কেউ মুর্শিদাবাদের রানিনগরের ভোটার কিন্তু তাঁর এপিক নম্বরেই রয়েছে হরিয়ানার বাসিন্দার নাম। কেউ আবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ভোটার অথচ অনলাইনে চেক করা সময় দেখা যাচ্ছে, তাঁর এপিক নম্বরে রয়েছে গুজরাতের বাসিন্দার নাম। ভূতুড়ে ভোটার নিয়ে যখন তুঙ্গে রাজ্য রাজনীতি, তখন বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এরকম কিছু উদাহরণ তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শনিবাসরীয় সকালে দরজায় দরজায় ভুয়ো ভোটার খুঁজে বের বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের শাসক দলের তাবড় নেতারা। দুয়ারে ফিরহাদ থেকে উদয়ন ! ভুয়ো ভোটার বাছতে ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।
এমনই ভূতুড়ে ভোটারের সন্ধান পাওয়া গেল, নদিয়ার কৃষ্ণনগরে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য হলেন বাহারালি মণ্ডল। বাস্তবে তাঁর তিন ছেলে। কিন্তু ভোটার লিস্টে সেই তৃণমূল নেতাই আবার আবার চার ছেলের সন্ধান পাওয়া গেল ! না থেকেও, আরেক পুত্রসন্তান প্রাপ্তি হল বাহারালি মণ্ডলের ।
আরেক ছেলে এল কোথা থেকে? ভূতুড়ে ভোটারের অভিযোগ ঘিরে শোরগোল নদিয়ার কৃষ্ণনগরে। নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার পোড়াগাছা গ্রাম পঞ্চায়েত। এখানকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য হলেন বাহারালি মণ্ডল। বর্তমানে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি। সচিত্র ভোটার তালিকার একই পৃষ্ঠায় ৭২০ নম্বরে নাম রয়েছে তৃণমূল নেতা বাহারালি মণ্ডলের বড় ছেলে মালেক মণ্ডলের। আর ভোটার তালিকার ৫৫৩ নম্বরে বাহারালি মণ্ডলের ছেলে হিসেবে নাম রয়েছে জনৈক জসিম মণ্ডলের। বাহারালি মণ্ডলের বাড়ির যে নম্বর জসিমের ঠিকানাতেও একই নম্বর উল্লেখ করা হয়েছে। কিন্তু আদতে জসিম নামে বাহারালি মণ্ডলের কোনও ছেলেই নেই, দাবি বাহারালি মণ্ডলের। এ তো মাত্র একটা দৃষ্টান্ত, এরকম আর কত ভোটার লিস্টে ভূতুড়ে ভোটার লুকিয়ে আছে?
এমন ভূরি ভূরি ভূতুড়ে ভোটারের সন্ধান মিলছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বাংলা দখলের জন্য একই এপিক কার্ডে হরিয়ানা-গুজরাতের লোকের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে দিল্লি থেকে। মুখ্যমন্ত্রীর করা এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর পাল্টা অভিযোগ, তৃণমূলই ভোটার লিস্টে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের নাম ঢোকাচ্ছে। বিজেপি নেতা সজল ঘোষ এদিন বলেন, ভোটার লিস্ট থেকে ভূত বের করব আর জ্বিন ঢোকাব, এমনটা যেন না হয় !
বিস্তারিত : 'ট্যাংরাকাণ্ডে বৌদি ও স্ত্রীর গলা কেটেছিল প্রসূনই' ! তাহলে প্রণয়ের নাবালিকা কন্যাকে খুন করল কে?






















