Falta Murder News: বউয়ের সঙ্গে একাধিক পুরুষের সম্পর্কের সন্দেহ! রেগে স্ত্রী-কে নৃশংসভাবে খুন স্বামীর
Falta News: তদন্তে জানা যায় নিহত মহিলা বিষ্ণুপুর থানার ন'হাজারি এলাকার বাসিন্দা ২২ বছর বয়সি মুসলিমা বিবি। গয়না এবং পায়ের জুতো দেখে মেয়ের দেহ শনাক্ত করেন মা নাজিরা বিবি।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় মহিলাকে খুনের অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে সন্দেহের বশে খুনে পরিকল্পনা করে সে। ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় মহিলার নৃশংস খুনের কিনারা করল পুলিশ। তদন্ত শুরুর ৩ দিনের মধ্যে গ্রেফতার করা হল নিহত মহিলার স্বামীকে। গত বুধবার ভোররাতে ঘুম ভেঙেই জলন্ত খড়ের গাদা দেখেছিলেন ফলতার বুধাগ্রামে বাসিন্দারা। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। খড়ের গাদা সরাতেই বেরিয়ে আসে মহিলার অগ্নিদগ্ধ দেহ।
তদন্তে জানা যায় নিহত মহিলা বিষ্ণুপুর থানার ন'হাজারি এলাকার বাসিন্দা ২২ বছর বয়সি মুসলিমা বিবি। গয়না এবং পায়ের জুতো দেখে মেয়ের দেহ শনাক্ত করেন মা নাজিরা বিবি। মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন মা। শুক্রবার নিহত মহিলার স্বামী গোলাম আলি শেখকে গ্রেফতার করল পুলিশ। বাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় নিহত মুসলিমা বিবির স্বামীকে গ্রেফতার করা হয় শুক্রবার।
ডায়মন্ড হারবার পুলিশ জেলা ASP (জোনাল) মিতুন দে বলেন, 'ওই জায়গায় এক আগেও ওরা দেখা করেছে। সেইজন্য ওরা ওখানে যায়, একটু ব্যক্তিগত পরিসরের সন্ধানে বলা যেতে পারে ওইরকম একটা দুর্গম জায়গায়। একটা সময় একটা সুযোগ বুঝে পাশের জলাধারে প্রথম তাঁকে শ্বাসরোধ করে, ওই মহিলাকে হত্যা করে অভিযুক্ত। তারপরে কিছুটা সময়ে অতিবাহিত হওয়ার পরে ওখান থেকে ও চলে আসে বাঘরাহাটের একটা পেট্রল পাম্পে তারপর সেখান থেকে একটা পেট্রোলের বোতলে পেট্রোল নেয়, লিটার খানেক। সেই পেট্রোলটা নিয়ে গিয়ে, দুটো থেকে তিনটের মধ্যে একটা সময়ে পাশে যে খড়ের গাদা ছিল সেখানে পেট্রল দিয়ে দেহটাকে আগুন লাগিয়ে দেয়।'
আরও পড়ুন, 'মাছ আর সবজি দে তাড়াতাড়ি, টাকা দেব না', পুলিশ সেজে 'বাজার লুঠ' তৃণমূল কর্মীদের
ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে সন্দেহের বশে খুনে পরিকল্পনা করে সে। অভিযোগ, মেয়ের খুনের কথা জানতে পেরে জামাইয়ের ওপর চড়াও হন মুসলিমা বিবির বাবা মহসিন মোল্লা। ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত গোলাম আলি শেখকে। জখম অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিল অভিযুক্ত। ছাড়া পাওয়ার পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
নিহত মহিলার পরিবার জানিয়েছে, ২০১৯ সালে প্রেম করে বিয়ে হয় মুসলিমা বিবি ও গোলাম আলি শেখের। দম্পতির দু'বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ২০২৩ থেকে আলাদা থাকতে শুরু করেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার পোশাক কিনে দেওয়ার অছিলায় মুসলিমাকে ডেকেছিল গোলাম। স্বামীর ভয়ঙ্কর পরিকল্পনা না জেনেই সেই ডাকে সাড়া দেন স্ত্রী। তারপরেই উদ্ধার হয় মুসলিমার দগ্ধ দেহ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















