TMC News: 'মাছ আর সবজি দে তাড়াতাড়ি, টাকা দেব না', পুলিশ সেজে 'বাজার লুঠ' তৃণমূল কর্মীদের
Barrackpore News: অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে দুষ্কৃতীরা মাছ ব্যবসায়ীদের মারধর করে এবং ভ্যান থেকে প্রায় ৪০ হাজার টাকার মাছ ছিনতাই করে

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মালদার হরিশ্চন্দ্রপুরে দাবিমতো টাকা না দেওয়ায়, এক গাড়ির চালককে সিভিক ভলান্টিয়ারদের মারধরের এই ভিডিও ঘিরে আগেই বিতর্কের ঝড় বয়ে গেছে। এবার পুলিশ পরিচয় দিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে লুঠের অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পুলিশের পরিচয় দিয়ে গতকাল ভোররাতে এক মাছ ব্যবসায়ী ও এক সবজি ব্যবসায়ীকে মারধর করে টাকাও মাছ লুট করার অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। CC ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি।
ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর পৌরসভার কাছে ৮ নম্বর রেলগেট এলাকায়। অভিযোগ পেয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ তৃণমূল কর্মী সায়ন হালদার ও সুগত বিশ্বাসকে গ্রেফতার করেছে। মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৪০ কেজি মাছ ও সবজি ব্যবসায়ীর কাছ থেকে নগদ সাড়ে ছয় হাজার টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, নিউ ব্যারাকপুর পুরসভা সংলগ্ন ৮ নম্বর রেলগেটের কাছ দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে দুষ্কৃতীরা মাছ ব্যবসায়ীদের মারধর করে এবং ভ্যান থেকে প্রায় ৪০ হাজার টাকার মাছ ছিনতাই করে। সবজি ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে মারধর করে প্রায় সাড়ে ছ’হাজার টাকা ছিনতাই করে নেয় ওরা।
আরও পড়ুন, খুনের পর গায়ের গয়না খুলে বিক্রি, লক্ষাধিক টাকার নতুন অর্ডার, কুমোরটুলিকাণ্ডে অর্থই অনর্থের মূল?
তাদেরকে মারধর করা হয় পুলিশ পরিচয় দিয়ে। যদি এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি, নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূল পুরও প্রধান প্রবীর সাহা। এটাই তৃণমূলের চরিত্র, কটাক্ষ করেছে বিজেপি।
অভিযোগকারী মাছ ব্যবসায়ী বলেছেন, '২টো ছেলে ধরেছে। বলছে আমরা নিউ ব্যারাকপুর থানার SI, বলে মারধর দিয়ে মাছ কেড়ে নিয়েছে এক ক্রেট মতো। কথা বললেই বলে, আমরা নিউ ব্যারাকপুর থানার SI, গাঁজার কেস দিয়ে তোদের ঢুকিয়ে দেব। পরে থানায় এসে জানি, ওরা থানার লোক নয়, তৃণমূলের ছেলেপিলে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে























