Dengue Death: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, মারা গেলেন ভাঙড়ের মানোয়ারা বিবি
Beliaghata ID Hospital:ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু রাজ্যে। মৃতের নাম মনোয়ারা বিবি, বাড়ি ভাঙড়ে। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় মনোয়ারা বিবির। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ।
সন্দীপ সরকার, কলকাতা: ফের ডেঙ্গি আক্রান্তের (Dengue Death) মৃত্যু রাজ্যে। মৃতের নাম মনোয়ারা বিবি, বাড়ি ভাঙড়ে। বেলেঘাটা আইডি হাসপাতালে (Beliaghata ID Hospital) মৃত্যু হয় মনোয়ারা বিবির। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ।
যা জানা গেল...
বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, মনোয়ারা বিবির রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি পজিটিভ আসে। তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ প্রভাবিত হয়েছিল। তিনি "ডেঙ্গি শক সিনড্রোমে' আক্রান্ত হন বলেও খবর। গত কাল, অর্থাৎ মঙ্গলবার, ৩৩ বছর বয়সী ওই যুবতীর মৃত্যু হয়। এই নিয়ে চলতি মরসুমে ৩২ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর জানা গেল। মনোয়ারা বিবি বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আসেন তিনি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর।
পরিস্থিতি উদ্বেগজনক...
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি যে উদ্বেগজনক, সে কথা গত কয়েকদিন ধরেই শিরোনামে। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ছিল ২৪ হাজার ৭০৯। জুলাই থেকে অগাস্ট, রাজ্যে ৫ গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জুনে আক্রান্ত ৬২৪, জুলাইয়ে আক্রান্ত ৩ হাজার ৭৭৮। অগাস্টে ডেঙ্গি আক্রান্ত ১৫ হাজার ৬৭২ কলকাতা পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ১৫০০। বেসরকারি মতে ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা ৩১, সরকারি মতে মৃতের সংখ্যা ৩। গত কাল জানা যায়, রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৫৮ জন বেড়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২৮ হাজার ৬৭। ডেঙ্গি সংক্রমণে শীর্ষস্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৬ হাজার ৯২৫ জন। ২ নম্বরে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬৯। তৃতীয় কলকাতা। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১৬ জন। এরপর রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্ত ৩ হাজার ৪০৭। হুগলিতে ২ হাজার ৬০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৮। শহরজুড়ে ডেঙ্গি আক্রান্ত ও ডেঙ্গি সন্দেহে ভর্তির সংখ্য়া যে হারে বাড়ছে তাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরে বহুক্ষেত্রেই একটি বেড পেতে সমস্য়ায় পড়ছেন রোগীরা। আমরি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৮৮ জন। তার মধ্য়ে ৭ জন ICU-তে চিকিৎসাধীন। শেষ ২৪ ঘণ্টায় সেখানে আরও ১৮ জন ভর্তি হয়েছেন। ডেঙ্গি আক্রান্তদের জন্য বরাদ্দ একটি বেডও আর খালি নেই এম আর বাঙুরে। একই পরিস্থিতি, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের। ৪০টি বেডেই ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। খোলা হয়েছে HDU।
আরও পড়ুন:গোষ্ঠী কোন্দলের জের, বড়ঞা পঞ্চায়েত সমিতি কার্যত হাতছাড়া তৃণমূলের !
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )