Kolkata: মোবাইল টাওয়ার বসানো ও বন্ধ বিমা নতুন করে চালু করার টোপ দিয়ে প্রতারণা
Farud News: গতকাল শহরের তিনটি জায়গায় সিআইডির তিনটি আলাদা টিম রেড করে। যে সংস্থার আড়ালে এই প্রতারণা চালানো হচ্ছে তার মালিক সন্দীপ বিশ্বাস সহ বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শহরে প্রতারণার (Money Fraud) নতুন ছক। মোবাইল টাওয়ার (mobile tower) বসানো ও বন্ধ হয়ে যাওয়ার বিমা নতুন করে চালুর টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শহরের তিন ঠিকানায় তল্লাশি চালাল সিআইডি (CID)।
প্রতারণার নয়া ফাঁদ
শহরে এখন নয়া উপায়ে প্রতারণা শুরু। মোবাইল টাওয়ার বসানো ও বন্ধ হয়ে যাওয়ার বিমা নতুন করে চালুর টোপ দিয়ে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ। এদিন তল্লাশি চালিয়ে প্রতারণা সংস্থার মালিক সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হেয়ার স্ট্রিট থানা এলাকার আর এন মুখার্জি রোডেও একটি সংস্থার অফিসে তল্লাশি চালায় সিআইডি।
প্রতারণার পর্দাফাঁস
গতকাল শহরের তিনটি জায়গায় সিআইডির তিনটি আলাদা টিম রেড করে। যে সংস্থার আড়ালে এই প্রতারণা চালানো হচ্ছে তার মালিক সন্দীপ বিশ্বাস সহ বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
View this post on Instagram
গত ১৭ ফেব্রুয়ারি, পুরুলিয়ার কেন্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সিআইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত এই সংস্থার বিরুদ্ধে বাজার থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। আরও খবর যে মোবাইল টাওয়ার বসানোর নাম করে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে, শহর কলকাতা থেকেও তারা টাকা তুলত। এছাড়া বন্ধ হয়ে যাওয়া জীবন বিমা নতুন করে চালু করে দেওয়ার নাম করে টাকা নেওয়া হত। জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণার জাল কত বিস্তৃত তা জানার চেষ্টা চলছে। গতকাল লালবাজারের সামনের একটি বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে হানা দিয়ে সন্দীপ বিশ্বাসকে গ্রেফতার করে সিআইডি। জানা যাচ্ছে ওই অফিসে শেষ ৬ মাস ধরে কর্মী নিয়োগ করে প্রতারণা চক্র চালানো হত। আজ প্রত্যেককে পুরুলিয়ার আদালতে তোলা হবে এবং তাদের নিজেদের জালে নেওয়ার আবেদন করবে সিআইডি।
আরও পড়ুন: Purba Bardhaman: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'মিষ্টিহাব' নতুন করে খোলা নিয়ে ফের অনিশ্চয়তা