Governor CV Ananda Bose: রাজ্যপালের লেখা গল্পের ভিত্তিতে মঞ্চস্থ হল নাটক 'চৌরঙ্গিস ফ্লাওয়ার', নেপথ্যে 'রাজনীতির গন্ধ' পাচ্ছে তৃণমূল ! কী বললেন সি ভি আনন্দ বোস ?
Governor CV Ananda Bose Drama controversy: রাজ্য়পালের লেখা গল্পের প্রেক্ষিতে তৈরি 'চৌরঙ্গিস ফ্লাওয়ার' নাটক নিয়ে হইচই ! এমন প্রেক্ষাপটে ছোটগল্প লেখার কথা ভাবনাচিন্তা কবে এল লেখক সিভি আনন্দ বোসের মনে?

রুমা পাল, শিবাশিস মৌলিক, অনির্বাণ ভট্টাচার্য, কলকাতা: রাজ্য়পালের লেখা গল্পের ভিত্তিতে রাজভবনে মঞ্চস্থ করা হল নাটক। নাটকের বিভিন্ন দৃশ্য়ে ফুটে উঠেছে রাজ্য়ের বর্তমান পরিস্থিতির বেশ কিছু অংশ। আর সি ভি আনন্দ বোসের লেখা ছোট গল্পের প্রেক্ষিতে তৈরি 'চৌরঙ্গিস ফ্লাওয়ার' নাটক নিয়েই এবার যত হই চই।
আরও পড়ুন, সোমবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে 'সুপ্রিম' শুনানি
আর এরকম একটি নাটক রাজভবনে মঞ্চস্থ হওয়ায়, এর নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল
রাজভবনে মঞ্চস্থ একটি নাটক। রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের লেখা ছোট গল্পের অনুপ্রেরণায় তৈরি "চৌরঙ্গি'স ফ্লাওয়ার"। আর এই নাটক নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারণ এখানে উঠে এসেছে, এমন কিছু প্রসঙ্গ ও দৃশ্য। যা সাম্প্রতিককালে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। কিংবা চাকরিহারাদের আন্দোলনের সময় দেখা গেছে। যে সমস্ত ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলেছিল রাজ্য সরকারকে। আর এরকম একটি নাটক রাজভবনে মঞ্চস্থ হওয়ায়, এর নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল।নাটকে অভিনয় করেছেন বিজেপি নেত্রী শর্বরী মুখোপাধ্য়ায়।
'এই ফুলগুলো কবরস্থান থেকে নিয়ে আসা হয় যেগুলো মৃতদেহের ওপর দেওয়া হয়, আমি তখন পথশিশুদের লড়াইয়ের কথা ভাবলাম..'
শনিবার রাজভবনে অন্তবর্তী উপাচার্যদের নিয়ে একটি বৈঠক ছিল। বৈঠক শেষে তাঁরাও উপস্থিত হয়েছিলেন দর্শকাশনে। ছিলেন মুনমুন সেন ও ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু এমন প্রেক্ষাপটে ছোটগল্প লেখার কথা ভাবনাচিন্তা কখন, কবে এল লেখক সিভি আনন্দ বোসের মনে? অকপটে তা নিজেই বললেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, আমি স্ত্রীর সঙ্গে চৌরঙ্গি স্ট্রিট দিয়ে যাচ্ছিলাম। আমরা একটা গাড়িতে ছিলাম। কয়েকটা ছেলে গোলাপ ফুল বিক্রি করতে এসেছিল। ৫ টাকা পিস প্রত্যেকটা। আমার গাড়িতে থাকা একজন বলল এটা কিনবেন না। আমাকে পরে কারণটা বলা হয়েছিল। বলা হল, এই ফুলগুলো কবরস্থান থেকে নিয়ে আসা হয় যেগুলো মৃতদেহের ওপর দেওয়া হয়। আমি তখন পথশিশুদের লড়াইয়ের কথা ভাবলাম। এও মনে হল যে সমাজের প্রান্তিক মানুষ, বিশেষকরে যারা গরিব, তাঁরা সৎ, বিশ্বস্ত। এই প্রেক্ষাপটেই এই ছোট গল্প।
রাজনৈতিক বিতর্ক বাড়তে পারে এই আশঙ্কায়, কাটছাট করে মঞ্চস্থ
যদিও রাজভবন সূত্রের খবর, এই নাটকের বেশ কিছু অংশ রাজনৈতিক বিতর্ক বাড়তে পারে এই আশঙ্কায়, রাজভবনের তরফে সেগুলি কাটছাট করে তারপর মঞ্চস্থ করা হয়েছে। কিন্তু তার পরও এড়ানো গেল না বিতর্ক।





















