GTA Election Update : পাহাড়ে জিটিএ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অনীত থাপার দলের
Bharatiya Gorkha Prajatantrik Morcha : পাহাড়ে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। ৫টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস
দার্জিলিং : ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে জিটিএ (GTA)। পাহাড়ে জিটিএ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল অনীত থাপার (Anit Thapa) দল। ৪৫টি আসনের মধ্যে ২৭টি আসন পেয়েছে অনীত থাপার দল।
GTA নির্বাচনে কোন দলের কেমন ফল ?
পাহাড়ে GTA নির্বাচনে দাপট দেখাল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪৫টি আসনের মধ্যে অনীত থাপার দল পেয়েছে ২৭টি আসন। পাহাড়ে খাতা খুলেছে তৃণমূল। ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টিতে জয়ী হয়েছে তৃণমূল। অজয় এডওয়ার্ডের হামরো পার্টি পেয়েছে ৮টি আসন। এজন পাহাড়বসীকে কৃতজ্ঞতা জানান অজয় এডওয়ার্ড। তিনি বলেন, "জিটিএ-তে এবার স্বজনপোষণ, দুর্নীতি চলবে না। জনতার রাজ চলবে।"
এদিকে নির্দলরা ৫টি আসনে জয়ী হয়েছে। ডালির ৪ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের বিনয় তামাঙ্গ।
আরও পড়ুন ; "আমার স্বামীর রক্তের জয়", ঝালদায় কংগ্রেস প্রার্থীর ৬ গুণ ব্যবধানে জয়লাভ নিয়ে প্রতিক্রিয়া পূর্ণিমার
GTA-র ৪৫টি আসনের ভোটগণনা হয় দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ে। ১ নম্বর থেকে ১৭ নম্বর আসনের ভোট গণনা কেন্দ্র করা হয় দার্জিলিঙে, ১৮ নম্বর থেকে থেকে ৩২ নম্বর আসনের ভোট গণনা কার্শিয়ঙে আর ৩৩ নম্বর থেকে ৪৫ নম্বর আসনের ভোটগণনা কালিম্পং জেলায়। পর্যাপ্ত পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়। একের পর এক আসনের ফল বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সমর্থকরা।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ফলাফল -
এদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে তৃণমূলের দাপট। ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২০টিই দখলে তৃণমূল কংগ্রেসের। ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনের মধ্যে ৪২৩টি আসনের ফল ঘোষণা। গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনের মধ্যে ৩১১ আসনে জয়ী তৃণমূল। বিজেপির দখলে ৭৪টি গ্রাম পঞ্চায়েতের আসন। কংগ্রেস জিতেছে ১৬টি গ্রাম পঞ্চায়েতের আসনে। সিপিএম জিতেছে ১২টি গ্রাম পঞ্চায়েতের আসনে। নির্দল জিতেছে ১০টি গ্রাম পঞ্চায়েতের আসনে।