Health: 'স্বাস্থ্য সাথীর অজুহাতে কোথাও রেফার নয়', কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Guidelines for Govt Hospital: সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রেফার নয়' কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের।
কলকাতা: সরকারি হাসপাতাল (Government Hospital) থেকে রেফার নিয়ে এদিন কড়া নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য দফতর (Health Department)। স্বাস্থ্য দফতর স্পষ্ট জানিয়েছে,'স্বাস্থ্য সাথীর অজুহাত দেখিয়ে কোথাও রেফার করা যাবে না। পরিকাঠামোর অভাবের কারণ দেখিয়েও রেফার করা যাবে না। সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রেফার নয়' কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। পাশাপাশি নিয়ম অমান্যে সংশ্লিস্ট সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি।
সম্প্রতি রাজ্যের একাধিক ইস্যুতে সরকারি হাসপাতালের নাম জড়িয়েছে। কখনও দালালচক্র। আর এবার ভুল চিকিৎসায় নাম জড়িয়েছে সরকারি হাসপাতালের। তবে একটু পিছনে ফিরে তাঁকালে দেখা যায়, স্বাস্থ্য সাথী কার্ডের একাধিক অভিযোগ এসেছে আগেও। তবে রেফার ইস্যুতে বিশেষ করে কোভিড পরিস্থিতিতে বারবার নাম জড়িয়েছে রাজ্যের হাসপাতালগুলির। তবে এবার আর বরদাস্ত করা হবে না, স্পষ্ট করল স্বাস্থ্য দফতর।
প্রসঙ্গত, প্রেক্ষাপট আলাদা হয়ে গেলেও, 'ভুল চিকিৎসার জন্য সেপটিকের মতো হয়ে গিয়েছিল।' এসএসকেএমের নাম না করে ভুল চিকিৎসার অভিযোগ জানিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ভুল চিকিৎসার জন্য আমার ইনফেকশনটা সেপ্টিকের মতো হয়ে গিয়েছিল। ফলে, হাতে আমার সাত দিন স্যালাইনের চ্যানেল করা ছিল। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। তার মধ্যেও প্রতিদিন অফিস থেকে কাগজ গেছে। অনেকে সাক্ষী আছেন, পুজোর চার দিন আমি ভোর ৫টা পর্যন্ত পাহারা দিয়েছি। যাতে কোনও ঘটনা না ঘটে।'
সম্প্রতি সাগর দত্ত মেডিক্যাল কলেজের (Sagar Dutta Medical College) বিরুদ্ধে সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল, যে রোগীদের থেকে টাকা চাওয়া হচ্ছে। দালালরাজের অভিযোগ তুলেছিলেন খোদ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সম্প্রতি মদন মিত্র বলেছিলেন, 'হাসপাতালে দালালদের প্রতিদিনের আয় ৫০ হাজার টাকা। কলকাতা পুলিশ এসএসকেএম, এনআরএসে ধরেছে, তার মানে এতদিন ছিল! কামারহাটিতে দালালরাজের বিরুদ্ধে যারা মিছিল করেছিল, তাদের বাড়ি ভেঙে দিয়েছে। বউ-বাচ্চাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। কলকাতায় গ্রেফতার হল, আর কামারহাটিতে ধরতে পারছে না? পুলিশ ধরতে পারে না, এটা হয়?' মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রর।
আরও পড়ুন, টাটাকে ক্ষতিপূরণের ইস্যুতে 'বামেদের' কাঠগড়ায় তুললেন কুণাল
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ - সর্বত্র ছড়িয়ে রয়েছে দালাল-জাল। এই অভিযোগও অবশ্য নতুন নয়। সম্প্রতি, কামারহাটিতে, সাগরদত্ত মেডিক্যাল কলেজে এক রোগীর মৃত্যুর নেপথ্যে দালালরাজের অভিযোগে সরব হয়েছিলেন খোদ এলাকার তৃণমূল বিধায়ক মদন মিত্র। চক্রের কারবারিদের রীতিমতো হুঙ্কার দিয়েছিলেন তিনি।