Akhil Giri : 'রাষ্ট্রপতিকে নিয়ে কু-মন্তব্য', পিছোল অখিল গিরির বিরুদ্ধে মামলার শুনানি
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ( Draupadi Murmu ) সম্পর্কে তৃণমূল বিধায়ক ও কারাগার মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি!
সৌভিক মজুমদার, কলকাতা : হাইকোর্টে ( High Court ) পিছোল অখিল গিরি ( Akhil Giri ) র বিরুদ্ধে জনস্বার্থ মামলার শুনানি। মামলার নথি না মেলায় শুনানি ( Hearing ) পিছোল। মামলাকারীর অভিযোগ, নথি গ্রহণ করতে চাননি অখিল গিরি।
আদালতের মন্তব্য
প্রধান বিচারপতি বলেন, আশা করব, এবার তিনি নথি গ্রহণ করবেন । রাষ্ট্রপতিকে নিয়ে কু-মন্তব্যের জেরে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। আবেদনে উল্লেখ ছিল, 'রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্য সংবিধানের অবমাননা। সাংবিধানিক প্রধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না। রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। ' এরপর মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। মঙ্গলবার শুনানির কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়।
আরও পড়ুন: Locket Chatterjee: দ্রৌপদী-মন্তব্যে কেন চুপ মমতা, অখিল কেন বরখাস্ত নয়, প্রশ্ন লকেটের
মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে , দাবি ছিল শুভেন্দুর
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ( Draupadi Murmu ) সম্পর্কে তৃণমূল বিধায়ক ও কারাগার মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি! রাজ্য থেকে দিল্লি, অখিল গিরির বিরুদ্ধে থানায় থানায় দায়ের হয়েছে অভিযোগ, এই ইস্যুকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে কিংবা মুখ্যমন্ত্রীকে অখিল গিরিকে বরখাস্ত করতে হবে'
ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী
এই পরিস্থিতিতে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী! মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' অখিলকে দল সাবধান করে দিয়েছে। আমি রাষ্ট্রপতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, হাইলি রেসপেক্টেড, তাঁর সম্পর্কে অখিলের মন্তব্য করা ঠিক হয়নি, পার্টি থেকে সাবধান করা হয়েছে, ওকে পার্সোনালি রেসপেক্ট করি, সৌন্দর্য শুধুমাত্র রংয়ে হয় না, ভিতরে...শি ইজ ভেরি নাইস লেডি...আমি খুব পছন্দ করি'
অন্যদিকে, অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা করেও, কুকথা নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটল তৃণমূল। শুভেন্দু অধিকারীকে নিশানা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বীরবাহা হাঁসদা আদিবাসী পরিবারের মেয়ে, তাঁকে যদি কেউ জুতোর নিচে রেখে দেওয়ার কথা বলে, সেটা কি ঠিক?