Flood Situation: জলে ভাসছে খানাকুল! বাড়ির ছাদে তাঁবু-মাথায় সংসার
Hooghly News: প্রশাসনের পক্ষ থেকে একাধিক এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও এখনও রয়েছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার ক্ষোভ।
বাপন সাঁতরা, আরামবাগ, হুগলি: ছয় দিন কাটতে চললেও এখনও দুর্ভোগ কমেনি হুগলির খানাকুলে। এখনও জলমগ্ন খানাকুলের একাধিক গ্রাম। একাধিক জল জমে রয়েছে বাড়ির ভিতরে। এখনও জলের স্রোত বইছে আরামবাগ থেকে খানাকুলের বন্দর রুটের তিনটি জায়গায়। অনেকে ঘর হারিয়ে রাস্তায় তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছেন। অনেকেই বাড়ির ছাদে পেতেছেন সংসার।
প্রশাসনের পক্ষ থেকে একাধিক এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও এখনও রয়েছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার ক্ষোভ। অনেকেই জানালেন, কয়েকদিন আগের ভয়াবহ পরিস্থিতির অভিজ্ঞতা। জল বেড়ে গিয়ে ভেঙে যায় বাড়ি, তাই তিন দিন ধরে বাড়ির সামনে বসে-দাঁড়িয়ে কাটিয়েছেন স্বামী ও স্ত্রী। মাত্রাছাড়া জলের সঙ্কটে ভুগতে হয়েছে অনেককে। তাঁরা জানাচ্ছেন, পরিস্থিতি এমনই যে আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সোমবার কিছুটা জল কমতে বোনের সঙ্গে দেখা করতে আসেন ভাই। কোমর সমান জল পেরিয়ে খাবার আর জল নিয়ে আসে ভাই। গত কয়েকদিন ধরে সেই আতঙ্কের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ধান্যঘোড়ির কাকনান গ্রামের পারুল দোলুই।
জল-যন্ত্রণার মধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন ঘাটালের বাসিন্দারা। নতুন করে বৃষ্টি না হলেও, জল নামতে সময় লাগবে আরও কিছুদিন। খড়ার পুর এলাকা এখনও জলমগ্ন। এর মধ্যেই ঘাটাল থেকে বরদা চৌকান হয়ে খড়ার যাওয়ার রাস্তায় ৮ দিন পর শুরু হয়েছে যান চলাচল। গত কয়েকদিন এই রাস্তা ছিল ৪-৬ ফুট জলের তলায়। রাস্তার দু’দিকে তাকালে এখনও শুধুই জল আর জল। দুর্বিষহ অবস্থা কাটিয়ে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের দাসপুরও। এবার পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সামাট এলাকায় রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। ৫ দিন ধরে জলে ডুবে রয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। দাসপুরের সামাটে পানীয় জল মিলছে না, বিদ্যুৎও নেই বলে অভিযোগ। প্রতিবাদে আজ সকাল ৮টা থেকে দাসপুর থেকে কেশপুরে যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাসে ঘণ্টাদুয়েক পর অবরোধ ওঠে।
বানভাসীদের পাশে এবার স্বাস্থ্য কর্মীরা। জল নামলেই দেখা দিতে পারে জীবাণু বাহিত রোগ। তাই বন্যাদুর্গত এলাকায় গিয়ে ওষুধ বিলি করছেন স্বাস্থ্য কর্মীরা। কোথাও হাঁটুজল পেরিয়ে, কোথাও বুক সমান জল ঠেলে গ্রামে গ্রামে পৌঁছে দিচ্ছেন ওষুধ। ডিঙিতে চড়ে স্বাস্থ্য কর্মীদের কাছে ওষুধ নিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা।
জেলা সফরে মুখ্যমন্ত্রী:
পুজোর আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আজ বর্ধমানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে দুর্গাপুরে তাঁর থাকার কথা। আগামীকাল বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে। দু’দিনে প্রশাসনিক বৈঠকের ফাঁকে দুই জেলার বন্যা প্লাবিত এলাকায় পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: সংবাদমাধ্যমকে দেখে দৌড়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন অভীক দে