Hooghly: বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, পরপর ৪ রাউন্ড গুলি চলারও অভিযোগ
BJP: বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নেপথ্যে বিজেপির বোর্ড গঠন ঘিরে দ্বন্দ্ব বলে দাবি। উদ্ধার গুলি খোল ও তাজা বোমা।

মোহন দাস, হুগলি: খানাকুলে (Khanakul) বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি (Bombing)। পরপর ৪ রাউন্ড গুলি চলারও অভিযোগ। নেপথ্যে বিজেপির বোর্ড গঠন ঘিরে দ্বন্দ্ব বলে দাবি। উদ্ধার গুলি খোল ও তাজা বোমা।
খানাকুলের দু'কুল জুড়ে অশান্তি থামার যেন কোনও নামই নেই! এবার, বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোমাবাজির পাশাপাশি ৪ রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। বিজেপি নেতার বাড়ির জানালা ভেদ করে ভিতরে ঢুকে যায় গুলি। কিন্তু হঠাৎ কেন এই হামলা? নেপথ্যে উঠে আসছে সেই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে দ্বন্দ্বের কথা।
খানাকুলের ঠাকুরানচক গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৫। এর মধ্যে ১৩টি আসনে জয়লাভ করে বিজেপি। ১২টি আসন পায় তৃণমূল। ১১ অগাস্ট ছিল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। অভিযোগ, সেদিন বিজেপির এক জয়ী প্রার্থীর সার্টিফিকেট পঞ্চায়েত অফিসের মধ্যেই ছিঁড়ে ফেলা হয়। যার জেরে স্থগিত হয়ে যায় পঞ্চায়েতের বোর্ড গঠন। এর পর থেকেই তাঁদের ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ বিজেপির।
এই অবস্থায় মঙ্গলবার রাতে বিজেপি মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বুধবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার হয় গুলির খোল ও তিনটে তাজা বোমা।
উল্লেখ্য, গত ১৩ অগাস্ট বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পন্ন। তাও আলিপুরদুয়ারের ভাটিবাড়ি পঞ্চায়েতে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর বাঁ চোখের আঘাত এতটাই গুরুতর, যে ওই চোখে তাঁর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তৈরি হয়। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে।
পঞ্চায়েত ভোটে নিজের দলের জয় দেখতে চেয়েছিলেন, কিন্তু, অভিযোগ, দুষ্কৃতী হামলায় এই বিজেপি কর্মীর বাঁ চোখের দৃষ্টিশক্তি হারানোর উপক্রম হয়। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থী খুনের রাতেই আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের ভাটিবাড়ি পঞ্চায়েত এলাকায় হরিশ্চন্দ্র দাস নামে এক বিজেপি কর্মী, তৃণমূলের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। রডের আঘাতে গুরুতর চোট লাগে ওই বিজেপি কর্মীর বাঁ চোখে। ভাটিবাড়ি গ্রামীণ হাসপাতালে তাঁকে নিয়ে যান অন্যান্য বিজেপি কর্মীরা।
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতে এবার তৃণমূলই জয়ী হয়েছে। পঞ্চায়েতের মোট ২২টি আসনের মধ্যে তারা একাই পেয়েছে ১৬টি। বিজেপি ৫টি এবং সিপিএম ১টি করে আসনে জয়ী হয়েছে। বৃহস্পতিবার বিনা বাধায় ভাটিবাড়ি পঞ্চায়েতে বোর্ড গঠন করে শাসকদল। অভিযোগ, এর পর থেকেই পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তারা।






















