Arambag: মোবাইল গেমে প্রবল আসক্তিতে বিপর্যয়, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের
ঘটনাটি ঘটেছে গোঘাটের ধুলেপুর গ্রামের। রবিবার সকালে যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন।
মোহন দাস, আরামবাগ: মোবাইলে অন লাইন গেমে আসক্ত হয়ে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক । ঘটনাটি ঘটেছে গোঘাটের ধুলেপুর গ্রামের। রবিবার সকালে যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন।
পুলিশ জানিয়েছে মৃত এই যুবকের নাম শুভদীপ ঘোষাল (২১)। জানা গেছে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর শুভদীপ ভিন রাজ্যে কিছুদিনের জন্য কাজে চলে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফের চলেও আসেন। তাঁর বাবা কাশীনাথ ঘোষালের একটি ছোটখাটো স্টেশনারি দোকান আছে। আর্থিকভাবেও অনটনে ছিল পরিবারটি।
যদিও বাবার দোকানে বসতেন না, ব্যবসাও দেখতেন না শুভদীপ। পরিবারের দাবি শুভদীপ রাত জেগে মোবাইলে গেম খেলতেন আর দিনের বেলায় ঘুমাতেন। ঘর থেকেই বেরোতেন না। কোন কাজ কর্মও করতেন না। সারা দিন রাত শুধু মোবাইল নিয়েই বসে থাকতেন বলে জানান পরিবারের লোকজন।
এই নিয়ে পরিবারেও নানান ভাবে ঝামেলা হত। মোবাইল গেমেই আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। এখান থেকেই গ্রামবাসী ও পরিবারের লোকজনের ধারণা মোবাইল গেমেই আসক্ত হয়ে অবসাদে সে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজনই রবিবার সকালে তাঁর দেহ দেখতে পায়। শনিবার রাতে শুভদীপ খাওয়া দাওয়া সেরে অন্যদিনের মত নিজের ঘরে চলে যান। আর তার পরেই এই বিপত্তি বলে খবর।
এদিকে, মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না রয়েছে এমনই ধারণা ছিল অপরাধীদের। তাই পরিকল্পনা করেই বোনের বাড়িতে পৌঁছে গিয়েছিল অপরাধীরা। তারা জানত ওই সময়ে সুস্মিতা মণ্ডল একা থাকে। তবে মাকে খুনের সময় ছেলে দেখে ফেলে, সেই জন্য ছেলেকেও খুন করে অপরাধীরা। অবশেষে পর্ণশ্রীর জোড়া খুনের ঘটনার কিনারা করল লালবাজার হোমিসাইড শাখা। গ্রেফতার করা হল মৃতার দুই মাসতুতো ভাইকে।পর্ণশ্রীতে খুনের ঘটনায় পরিচিতের যোগ আছে বলে আগেই অনুমান করেছিলেন তদন্তকারীরা। এবার সেই আশঙ্কাই স্পষ্ট হল।