এক্সপ্লোর
Durga Puja 2025 : মধুবনী চিত্রকলায় সেজেছেন মা দুর্গা, শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া উত্তরপাড়ার এই মণ্ডপের সর্বত্র
Durga Puja : '৩৩- এর আগমনী , রং ও রেখায় মধুবনী' - এই ছিল উত্তরপাড়া শিবনারায়ণ রোড অধিবাসীবৃন্দ ক্লাবের দুর্গাপুজোর থিম।
হুগলির উত্তরপাড়ার শিবনারায়ণ রোড অধিবাসীবৃন্দ ক্লাবের দুর্গাপুজো
1/10

থিমের পুজোয় শুধু কি এগিয়ে কলকাতার পুজো? একসময়ে এ কথা অনেকাংশে ঠিক হলেও, এখন কিন্তু ভাবনা, চিন্তায় কলকাতার নামকরা থিমের পুজোকে পাল্লা দেয় শহরতলির অনেক পুজো।
2/10

তেমনই এক পুজো বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে হুগলির উত্তরপাড়ায়। সেখানকার শিবনারায়ণ রোড অধিবাসীবৃন্দ ক্লাবের এবারের পুজোর বয়স ৩৩ বছর। মণ্ডপ থেকে প্রতিমা সজ্জা, সবেতেই এবার ছোঁয়া রয়েছে মধুবনী শিল্পের।
3/10

চিত্রশিল্প কিংবা শাড়ির ক্ষেত্রে মধুবনী আর্ট অত্যন্ত জনপ্রিয়। মধুবনী প্রিন্ট হোক বা পেইন্ট, একটা শাড়ি সংগ্রহে থাকা মানে শাড়ি প্রেমীদের জীবনে একটা বড় পাওনা।
4/10

এবার সেই মধুবনী শিল্পের ছোঁয়াতেই দেবী দুর্গা সেজেছেন উত্তরপাড়ার এই মণ্ডপে। মা এবং তাঁর চার সন্তানের সমস্ত সাজসজ্জায় রয়েছে মধবনী চিত্রকলার ছোঁয়া।
5/10

মণ্ডপ সজ্জাতেও সবটুকু জুড়ে রয়েছে শিল্পীর নিখুঁত শিল্পকলার স্পর্শ।
6/10

প্রতিমা গড়েছেন মৃৎশিল্পী জয়ন্ত পাল। আর সেই মূর্তিতে এবং মণ্ডপের সর্বত্র মধুবনী শিল্পের অসামান্য কাজ করেছেন আরেক শিল্পী অঞ্জন সাউ। শিল্পীদের নিরলস পরিশ্রম এতটাই নিখুঁত যে চোখ ফেরানো দায়।
7/10

প্রতি বছরের মতোই এবারের পুজোতেও উদ্যোক্তা এই ক্লাব এবং সংলগ্ন পাড়ার বাসিন্দারা। তবে এই পুজোয় পাড়ার মহিলাদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
8/10

নানা রঙের সমাহার দেখা গিয়েছে এখানকার পুজো মণ্ডপে। আধিক্য রয়েছে হলুদ এবং লাল রঙের। তার জেরে আরও উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে শিল্পকলা।
9/10

পুজোয় ভিড় কেমন হচ্ছে? এই প্রসঙ্গে উদ্যোক্তারা জানিয়েছেন প্রতি বছরের মতো এবারেও দলে দলে মানুষ এসেছেন তাঁদের ক্লাবের ঠাকুর দেখতে।
10/10

আর দর্শণার্থীদের কাছে এবারের বিশেষ পাওনা মধুবনী চিত্রকলায় সজ্জিত প্রতিমা এবং মণ্ডপ। ৩৩ বছরে পা দিয়ে দর্শকদের এক অসামান্য পুজো উপহার দিয়েছেন উদ্যোক্তারা।
Published at : 01 Oct 2025 10:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























