Hooghly: স্কুলের দশম প্রতিষ্ঠা দিবসে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন, তৈরি নতুন ভবনও
Hooghly News Update: হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে রয়েছে স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির। স্কুলের দশমতম বাৎসরিক প্রতিষ্ঠা উপলক্ষে স্বামী বিবেকানন্দের বোঞ্জের মূর্তি বসানো হল।
সোমনাথ মিত্র,হুগলি: স্কুল প্রতিষ্ঠার দশ বছর। তা উদযাপন করতেই স্কুল চত্বরে বসল স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মূর্তি। হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে রয়েছে স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির। ওই স্কুলেরই (School) প্রতিষ্ঠার দশ বছর হয়েছে। স্কুলের দশমতম বাৎসরিক প্রতিষ্ঠা উপলক্ষে স্বামী বিবেকানন্দের বোঞ্জের মূর্তি বসানো হল। মূর্তি প্রতিষ্ঠা ঘিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তির উদ্বোধন করেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বামীজীর পৈতৃক ভিটা ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সারদাপীঠ-এর সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। এছাড়াও বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন এর সম্পাদক স্বামী একব্রতানন্দজী মহারাজও উপস্থিত ছিলেন।
আর কারা উপস্থিত:
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার ড: সুজিত কুমার বসু, ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল কমিশন এর চেয়ারপার্সন বিমল কুমার রায় এবং আরও একাধিক বিশিষ্ট ব্যক্তি।
কোথায় বসেছে মূর্তি:
স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের স্কুল বিল্ডিংয়ের সামনে এই মূর্তিটি বসানো হয়েছে। মূর্তি উন্মোচন করা হয়। এছাড়াও স্কুলেরও একটি নতুন ভবনের উদ্বোধন করা হয়। তার সঙ্গেই মূল ভবনে তৃতীয় তলেরও উদ্বোধন করা হয়। দশম বাৎসরিক প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষেই স্কুল ভবন (school building) তৈরির কাজ শুরু হয়। এদিন তা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। মূর্তি উন্মোচনের পর প্রদীপ জালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়।
স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের চেয়্যারম্যান মানস ঘোষ জানান, ছয় ফুটের বেদীর উপর দশ ফুটের স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। এই মূর্তি স্কুলে থাকলে ছাত্র ছাত্রীদের মনে একটা ভাল প্রভাব তৈরি হবে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ভাল পরিবেশ তৈরি করবে।
আরও পড়ুন: সেন্টিনেল সার্ভিল্যান্সে চিন্তা বাড়াচ্ছে বসিরহাট, কোথায় বাড়ছে সংক্রমণ?