Rachana Banerjee: 'সাধারণ মানুষের প্রতিবাদে রাম-বাম ঢুকে ফালতু কথা বলে বেড়াচ্ছেন', আরজি কর কাণ্ডে ট্রোলারদের সপাট জবাব রচনার
RG Kar News: বৃহস্পতিবার প্রথমে রচনা এলাকার উন্নয়ন নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরজি কর কাণ্ড নিয়ে ফের মুখ খোলেন।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) হুগলি (Hooghly) কেন্দ্র থেকে তৃণমূলের (TMC) পতাকায় জয় লাভ করেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। আজ হুগলি জেলাশাসক কার্যালয়ে আসেন তিনি। গোটা রাজ্য এখন আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড়, এই বিষয়ে মুখ খুলে, ভিডিও পোস্ট করে প্রবল ট্রোলের মুখে পড়েন তারকা সাংসদ। এদিন সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিলেন সেই বিষয়েও।
হুগলিতে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, কী বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে?
বৃহস্পতিবার প্রথমে রচনা এলাকার উন্নয়ন নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন। এরপর আরজি কর কাণ্ড নিয়ে ফের মুখ খোলেন। এই প্রসঙ্গে যেভাবে তাঁকে নিয়ে বা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সমাজমাধ্যমে ট্রোল হচ্ছে তার জবাব দেন রচনা। এছাড়াও দোষীর ফাঁসির দাবি করে বলেন ৫০০ জন সাধারণ মানুষের প্রতিবাদের মধ্যে ৩০ জন রাম-বাম ঢুকে পড়ছে মুখোশ পরে। তারাই প্রতিবাদ ছেড়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে রাজনীতি শুরু করে দিচ্ছে বলে দাবি রচনার। যেখানে সকলের একটাই দাবি যে দোষীর কঠোর সাজা ফাঁসি হোক, সেখানে বাংলার জন্য যে মুখ্যমন্ত্রী এত কাজ করেছে তাঁকে নিয়েও কুরুচিকর মন্তব্য করছে এই রাম ও বাম, অভিযোগ রচনার। প্রতিবাদের আসল দাবি থেকে সরে সাধারণ মানুষের সঙ্গে গিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে রাম বাম, সপাট জবাব সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, 'প্রথম প্রজেক্ট জমা পড়ল আমার সাংসদ তহবিলের। তার জন্য ডিএমের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এছাড়া ধনিয়াখালির প্রজেক্ট নিয়ে আলোচনা করতে এসেছিলাম।' নিজের এলাকায় মহিলাদের জন্য একাধিক কাজের কথা ভেবেছেন রচনা, তা জানান। শৌচালয় তৈরি থেকে খেলার মাঠ, স্মার্ট ক্লাসরুমের পরিকল্পনা জানান। বারবার বলেন, 'আগামী ৫ বছর ভাল কাজ করতে হবে।'
এরপরই ওঠে আরজি কর প্রসঙ্গ। রচনার দাবি, 'মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীরা অনেকে অনেক কথা বলতে পারেন। কিন্তু আমি একটাই কথা বলব, যে আমরা সুবিচার চাই। দোষীর শাস্তি হোক। দোষীর ফাঁসি হোক। সব্বাই আমরা একটা বক্তব্যেই অটল যে দোষীকে যত দ্রুত সম্ভব ধরা হোক ও তার শাস্তি হোক। আমাদের মুখ্যমন্ত্রীই প্রথম যিনি জোর গলায় বলেছিলেন, সকলের সামনে বলেছিলেন যে দোষীকে খুঁজে বের করে ফাঁসি দেওয়া হোক। এমন কথা যে মুখ্যমন্ত্রী বলেছেন তাঁর বিরুদ্ধে বিরোধীপক্ষের এমন স্লোগান আশা করা যায় না। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের জন্য যা করেছেন, করছেন এবং আগামী দিনেও করবেন, বাংলার মেয়েদের পাশে উনি সবসময় ছিলেন ও থাকবেন। আমার মনে হয় না ওঁর সম্পর্কে এমন মন্তব্য করা একেবারেই উচিত বলে। সাধারণ মানুষের প্রতিবাদের সঙ্গে আমি আছি, কিন্তু তাঁদের মধ্যেও কিছু লোক মুখোশ পরে বেরিয়েছেন। আমি সাধারণ মানুষের সঙ্গে আছি, পাশে আছি। সেই নিয়ে আমি ভিডিও করেছিলাম, তা নিয়ে যা ট্রোল হয়েছে সে নিয়ে আর নাই বা কথা বললাম। কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদ সঠিক, তাঁদের সঙ্গে আমি আছি। কিন্তু এখন ৫০০ সাধারণ মানুষের সঙ্গে ৩০ জন মুখোশ পরে বিজেপি, সিপিএমের লোক জুড়ে গেছে যারা আলতু ফালতু কথা বলে বেড়াচ্ছেন। সেটাকে আমি একেবারে সমর্থন করি না। অনেকদিন হয়ে গিয়েছে। এবার আমরা সকলে সুবিচার চাই।'
অন্যদিকে আরজি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। 'দেশজুড়ে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে, অনেক জায়গায় ধর্ষণ-খুনও হচ্ছে। দেশে দিনে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে, এটা ভয়ঙ্কর, এর শেষ দরকার। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবস্থা নিক কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ ধরনের ঘৃণ্য-নৃশংস অপরাধ রুখতে কড়া আইন দরকার। ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। ১৫ দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে', প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন মুখ্যমন্ত্রীর, জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।