Belur News: জলের পাইপ লাইন নিয়ে অশান্তি, বেলুড়ে চলল 'গুলি'
Belur news Water pipeline problem: জলের পাইপ লাইন নিয়ে উত্তপ্ত বেলুড়। এমনকী, এই ঘটনাকে কেন্দ্র করে চলল ‘গুলি’ও।
ভাস্কর ঘোষ, বেলুড়: বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে অশান্তি আবহ তৈরি জল। জলের পাইপ লাইন নিয়ে উত্তপ্ত বেলুড়। এমনকী, এই ঘটনাকে কেন্দ্র করে চলল ‘গুলি’ও। বেলুড়ের সাঁপুইপাড়ায় জলের পাইপ লাইন নিয়ে এই অশান্তি কার্যত বেনজির। ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ স্থানীয়দের। তবে অভিযুক্ত আটক করা হয়েছে। কিন্তু পুলিশ জানিয়েছে, গুলি চলেনি।
আজ দুপুরে ডোমজুড় বিধানসভার সাপুইপারা ১২ নম্বর পোল এলাকায় সরকারি পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লাইন পাতার কাজ হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, সেই সময় ওই এলাকারই রমেশ চৌধুরী বলে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় সেখানে আসে। তাঁর বাড়িতে আগে সংযোগ দিতে হবে দাবি করতে থাকে। এলাকার অন্যান্য বাসিন্দারা তার প্রতিবাদ করলে অভিযোগ রমেশ কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র বার করে প্রথমে মাটিতে এবং তারপর শূন্যে দুটি ফায়ার করে, এমনটাই স্থানীয় সূত্রে দাবি।
খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং রমেশকে আটক করে নিয়ে যায়। তবে পুলিশ সূত্রে দাবি, এমন কোনও ঘটনা ঘটেনি।
এদিকে, জল পরিষেবা না পাওয়ায় এবার আন্দোলনের পথে হাঁটলেন পুরুলিয়ার (Purulia) সাঁতুড়ি ব্লকের বালিতোড়া গ্রামের বাসিন্দারা। পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে নিতুড়িয়া-বাঁকুড়া রাজ্য সড়কের বিলতোড়া গ্রামের কাছে অবরোধ করলেন এলাকার মানুষজন।
দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু অবরোধকারীদের শান্ত করতে পারেনি। এর পরে ঘটনাস্থলে আসেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা। তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। পরে সাঁতুড়ি থানা থেকে পুলিশবাহিনী এসে এলাকার মানুষজনকে প্রতিশ্রুতি দিলে তুলে নেওয়া হয় অবরোধ।