Train Accident: শক্তিগড়ে লোকাল ট্রেন-মালগাড়ির সংঘর্ষ, হাওড়া-বর্ধমান লাইনে ব্যাহত ট্রেন চলাচল
Howrah-Burdwan Train: মেইন লাইনে হাওড়া থেকে মেমারি পর্যন্ত সমস্ত লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কর্ড শাখায় হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন যাতায়াত করছে।
কমলকৃষ্ণ দে এবং সুনীত হালদার, বর্ধমান, হাওড়া: বর্ধমানের (Burdwan) শক্তিগড় স্টেশনে (Shaktigarh Station) লোকাল (Local Train) ও মালগাড়ির সংঘর্ষের জেরে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ব্যাহত ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে হাওড়ামুখী (Howrah) একাধিক দূরপাল্লার ট্রেন।
- ডাউন শক্তিপুঞ্জ এক্সপ্রেস গতকাল রাত ১২ট ৫৪ থেকে আসানসোল স্টেশনে দাঁড়িয়ে।
- ডাউন মোকামা প্যাসেঞ্জার রাত ১০টা ২১ থেকে গলসি স্টেশনে দাঁড়িয়ে আছে।
- ডাউন কুম্ভ এক্সপ্রেস রাত ১০টা ৪৫ থেকে ঝাড়খণ্ডের মধুপুর স্টেশনে দাঁড়িয়ে।
- ডাউন মিথিলা এক্সপ্রেস রাত ১১টা ২১ থেকে চিত্তরঞ্জন স্টেশনে দাঁড়িয়ে আছে।
- ডাউন জোধপুর এক্সপ্রেস ভোর ৪টে ৩৪ থেকে ঝাড়খণ্ডের পারশনাথ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।
- ডাউন শিপ্রা এক্সপ্রেস রাত ৩টে ৫৫ থেকে ধানবাদ স্টেশনে দাঁড়িয়ে।
মেইন লাইনে হাওড়া থেকে মেমারি পর্যন্ত সমস্ত লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কর্ড শাখায় হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন যাতায়াত করছে।
অন্যদিকে, শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
গতকাল রাত সোয়া ৯টা নাগাদ শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, হাওড়ামুখী ব্যান্ডেল-বর্ধমান লোকাল ও মালগাড়ি ডাইভারশনের সময় একই লাইনে চলে আসে। সংঘর্ষের অভিঘাতে লোকাল ট্রেনের চালকের কামরা এবং মালগাড়ির চাকা ভেঙে ২টি বগি লাইনচ্যুত হয়। অল্পের জন্য রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। লাইন মেরামতির কাজ চলছে। সিগনাল সমস্যার জেরে দুর্ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও পড়ুন, ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!