Howrah News: ক্লাসরুমেই মারামারি, ভিডিও ভাইরাল, দুই ছাত্রীকেই সাসপেন্ড করল স্কুল
Howrah News: তৃতীয় ও চতুর্থ পিরিয়ডের মাঝে ব্যক্তিগত সমস্যা নিয়ে হাতাহাতি শুরু হয় দুজনের। ক্লাসে শিক্ষক না থাকার সুযোগে কাউকে ফোন কল করাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে বচসা শুরু হয় বলে জানা গেছে।
সুনীত হালদার, হাওড়া: স্কুল খোলার পরেই সোমবার ব্যক্তিগত সমস্যা নিয়ে দুই ছাত্রীর বচসা গড়াল হাতাহাতিতে (Fight Between Two girl student)। সোমবার হাওড়ার (Howrah) জগদীশপুর হাইস্কুলের( Jagdishpur high school )ঘটনা। ছাত্রীদের চুলোচুলি করার ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সুত্রের খবর . একাদশ শ্রেণীর কলাবিভাগের দুই ছাত্রীর মধ্যে শ্রেণীকক্ষের ভেতরেই দ্বন্দ্ব বেঁধে য়ায়। তৃতীয় ও চতুর্থ পিরিয়ডের মাঝে ব্যক্তিগত সমস্যা নিয়ে হাতাহাতি শুরু হয় দুজনের। ক্লাসে শিক্ষক না থাকার সুযোগে কাউকে ফোন কল করাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে বচসা শুরু হয় বলে জানা গেছে। দুজনেই একে অপরকে দোষারোপ করতে থাকে। তারপরেই দুই ছাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরকে টেনে হিঁচড়ে, চুল টেনে ধরে মারপিঠ চলতে থাকে। বেঞ্চে ফেলেও মারধর চলে।
এই ঘটনার আজ স্কুল কর্তৃপক্ষ দুই ছাত্রীকে সাসপেন্ড করেছে। আগামীকাল দুই ছাত্রীর অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে বলেও জানান স্কুলের প্রধান শিক্ষক। মারামারির ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়।
উল্লেখ্য, কিছুদিন আগেই কৃষ্ণনগরের একটি স্কুলে দুই শিক্ষকের মারামারির ভিডিও সামনে এসেছিল। আচমকাই একটা থাপ্পড়! আর তারপরই শুরু হয়ে যায় হাতাহাতি। ঘটনার সঙ্গে যুক্তরা শিক্ষক। তাঁদের এই মারামারির ঘটনা ভিডিও ক্যামেরায় ধরা পড়ে। স্কুল ফের খোলার আগের দিনই দুই শিক্ষকের এই হাতাহাতি, মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। কৃষ্ণনগরে ঘটনায় তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের। পুরো ঘটনায় স্কুল শিক্ষা দফতর অবিলম্বে জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠায়। জেলা বিদ্যালয় পরিদর্শককে বিশদে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সূত্রের খবর, বেতনের স্টেটমেন্টের দাবিতে প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাসের ঘরের সামনে অবস্থানে বসেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার। আচমকা সেই সময় এক শিক্ষকের ওপর চড়াও হন অন্য একজন শিক্ষক। তারপরই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরপর অন্য শিক্ষকরা এসে দু’জনকে সরিয়ে দেন।