Jharkhand Congress MLAs arrested: নোট-কাণ্ডে গ্রেফতার কংগ্রেসের ৩ বিধায়ক
3 Congress MLA Arrested: নোট-কাণ্ডে ঝাড়খণ্ডের ৩ বিধায়ক গ্রেফতার । গোটা ঘটনার তদন্তভার নিল সিআইডি (CID)। গ্রেফতার করা হয়েছে ৩ বিধায়কের ২ সঙ্গীকেও। ঝাড়খণ্ডের ৩ বিধায়ককে ঘিরে রহস্য আরও ঘনীভূত।
হাওড়াঃ নোট-কাণ্ডে ঝাড়খণ্ডের ৩ বিধায়ক গ্রেফতার (3 MLA Arrest)। গোটা ঘটনার তদন্তভার নিল সিআইডি (CID)। গ্রেফতার করা হয়েছে ৩ বিধায়কের ২ সঙ্গীকেও। ঝাড়খণ্ডের ৩ বিধায়ককে ঘিরে রহস্য আরও ঘনীভূত। গতকাল রাতে ঝাড়খণ্ডের ৩ বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতের বিমানে গুয়াহাটি যান ৩ কংগ্রেস বিধায়ক। গতকাল সকালে গুয়াহাটি থেকে ফেরেন কলকাতায় (Kolkata)।
'বড়বাজারে শাড়ি কিনতে এসেছেন বলে দাবি ৩ কংগ্রেস বিধায়কের
পুলিশ সূত্রের খবর, 'বড়বাজারে শাড়ি কিনতে এসেছেন বলে দাবি ৩ কংগ্রেস বিধায়কের। পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই দাবি করেছেন ৩ বিধায়ক। শাড়ি কিনতে বড়বাজারে এসে গুয়াহাটি কেন গেলেন ৩ কংগ্রেস বিধায়ক? ৩ বিধায়কের থেকে পাওয়া ৪৯ লক্ষ টাকার উৎস কী? টাকার উৎস নিয়ে সন্দেহ পুলিশের। বিতর্কের মুখে ৩ বিধায়ককে সাসপেন্ড করেছে কংগ্রেস। উল্লেখ্য, হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে। পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই ওই নোটের বান্ডিল ধরা পড়ে। ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে আটক করা হয়েছে। টাকা গোনার জন্য আনা হচ্ছে মেশিন। আটক ৩ কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক। গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড।
আরও পড়ুন, ওনার নাম ইতিহাস বইয়ের পাতা থেকে মুছুন, না হলে নেতাজির সমতুল্য ভাববে: অনুপম হাজরা
কোথায় ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
কোথায় ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপুল পরিমাণ ওই নগদ অর্থের কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা বলে দাবি পুলিশের। তবে এত টাকার উৎস কোথায় ? খতিয়ে দেখছেন তদন্ত আধিকারিকরা।