Anupam Hazra: ওনার নাম ইতিহাস বইয়ের পাতা থেকে মুছুন, না হলে নেতাজির সমতুল্য ভাববে: অনুপম হাজরা
Anupam on Partha History Book: ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম সরানোর দাবি। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।
কলকাতাঃ এসএসসি দুর্নীতি (SSC Scam) প্রকাশ্যে আসতেই অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম ঘিরে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্য়েই ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম সরানোর দাবি উঠেছে। এবার মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) উদ্দেশ্য করে ট্যুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। তিনি বলেছেন, ‘লক্ষ লক্ষ বেকারের টাকা আত্মসাৎ করে এই ব্যক্তি এখন জেলে। এখন অন্তত ওনার নাম ইতিহাস বইয়ের পাতা (History Book) থেকে মুছুন। না হলে নতুন প্রজন্ম ওনাকে নেতাজি, ক্ষুদিরামের সমতুল্য ভাবতে পারে, ট্যুইট বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।
মাননীয়া মুখ্যমন্ত্রী,
— Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) July 31, 2022
লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের টাকা আত্মসাৎ করে এই ব্যক্তি এখন জেলে; এখন অন্তত এনার নামটা অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের পাতা থেকে মুছুন; তা নাহলে তো বইয়ের পাতায় নাম দেখে নতুন প্রজন্ম এই ব্যক্তি কে নেতাজী/ক্ষুদিরাম দের সমতুল্য মনে করতে শুরু করবে@MamataOfficial pic.twitter.com/0aM758KSpr
ইতিমধ্যেই ইতিহাস বইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাম সরানোর দাবিতে তোলপাড় রাজ্য। অষ্টম শ্রেণির ইতিহাসের পাঠ্য বইতে কেন এখনও থাকবে নিয়োগ দূর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের নাম, এবার সেই নিয়েই প্রশ্ন তুললো বিজেপি ও সিপিএমের শিক্ষক সংগঠন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা। এই নিয়ে সমাজ মাধ্যমেও সরব হয়েছেন একাধিক ব্যাক্তি। তবে এই ই্যসুতে বিরোধীদের জবাব দিয়েছেন রাজ্যের শাসকদলের শিক্ষক সংগঠন।
নিয়োগ দূর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার, তার ঘনিষ্ঠ বন্ধবীর দুটি ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত উদ্ধার কয়েক কোটি টাকা , সোনা এবং দলিল। আর সেই পার্থ চট্টপাধ্যায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে রাজ্য সরকার থেকে তৃণমূল কংগ্রেস দলও। এই আবহে এবার মধ্য শিক্ষা পর্ষদের ইতিহাস বই থেকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন বাম- বিজেপি। কিন্তু কী আছে ক্লাস এইট-র ইতিহাস বইতে?
আরও পড়ুন, 'রাজনৈতিক উদ্দেশ্যে ইডি-কে ব্যবহার', সঞ্জয়ের বাড়িতে হানা দিতেই বিস্ফোরক সুজন
ক্লাস এইটের 'অতীত ও ঐতিহ্য' শীর্ষক ইতিহাসের পাঠ্যবইয়ের ১৬২ ও ১৬৩ পৃষ্ঠায় রয়েছে কৃষিজমির অধিকার: সিঙ্গুর আন্দোলন শীর্ষক বিষয়বস্তু। ১৬৩ নং পৃষ্ঠায় দ্বিতীয় অনুচ্ছেদে লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিনের সেই আন্দোলনের সঙ্গী ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়। আর নিয়োগ দূর্নীতিতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের নাম কেন ছাত্র ছাত্রীরা পড়বেন তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। আর এই নিয়েও সমাজ মাধ্যমে সরব হয়েছেন একাধিক ব্যাক্তি।