Howrah News: চলন্ত ট্রেন ধরতে দৌড়, হাওড়া স্টেশনে পা পিছলে প্ল্যাটফর্মের ফাঁকে যাত্রী, অল্পের জন্য রক্ষা
Howrah Station: সোমবার বিকেলে হাওড়া স্টেশনে মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ঘটনা।
![Howrah News: চলন্ত ট্রেন ধরতে দৌড়, হাওড়া স্টেশনে পা পিছলে প্ল্যাটফর্মের ফাঁকে যাত্রী, অল্পের জন্য রক্ষা Howrah Passenger falls down between train and platform while running to get on Howrah News: চলন্ত ট্রেন ধরতে দৌড়, হাওড়া স্টেশনে পা পিছলে প্ল্যাটফর্মের ফাঁকে যাত্রী, অল্পের জন্য রক্ষা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/28/47cefabe27fd328d6dcd31a3de9a25091664328420707338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুনীত হালদার, হাওড়া: প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। তড়িঘড়ি সেই চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি ঘটল হাওড়া স্টেশনে (Howrah Station)। পা পিছলে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে পড়ে গেলেন এক যাত্রী (Passenger Falls Down)। তড়িঘড়ি ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন RPF-এর দুই জন জওয়ান। গোটা ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়।
হাওড়া স্টেশনে চলন্ত ট্রেন ধরতে গিয়ে মহা বিপত্তি
সোমবার বিকেলে হাওড়া স্টেশনে মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছিল ট্রেন। যদিও গতি একেবারে কম ছিল না। সেই সময়ে ছুটে আসেন এক ব্যক্তি। চলন্ত ট্রেনে দরজার সামনের রড ধরে ওঠার চেষ্টা করেন এই ব্যক্তি। কিন্তু তা করতে অসমর্থ হন তিনি। বরং নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে যায় তাঁর। তাতে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে পড়ে যান তিনি।
মুহূর্তের মধ্যে চোখের সামনে গোটা ঘটনা ঘটতে দেখে হতবাক হয়ে যান সকলে। সেই সময়, উপস্থিত বুদ্ধই কাজে লাগিয়ে তড়িঘড়ি ছুটে যান RPF-এর দুই জওয়ান এবং কিছু যাত্রী। কোনও মতে টেনে ওই যাত্রীকে টেনে প্ল্যাটফর্মে তোলেন তাঁরা। তাঁদের তৎপরতাতেই প্রাণ বাঁচে ওই ব্যক্তির।
সোমবার, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৮ নম্বর প্লাটফর্মে এই দৃশ্য ঘটে। ওই মুহূর্তের গোটা ঘটনাক্রমই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। RPF সূত্রে খবর, আপ পুরুলিয়া এক্সপ্রেসে ওঠার সময় দুর্ঘটনার কবলে পড়েন ওই যাত্রী।
রেল পুলিশ এবং যাত্রীদের তৎপরতায় প্রাণ বাঁচে ওই যাত্রীর
ওই সময় প্ল্যাটফর্মে ডিউটিতে ছিলেন অ্যাসিস্টান্ট সাব ইন্সপেক্টর এ কে আকেলা এবং এ কে যাদব। তাঁরাই ছুটে গিয়ে ওই ব্যক্তির প্রাণ বাঁচান। আগেও এমন একাধিক ঘটনা সামনে এসেছে। চলতি বছরই, মেদিনীপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি বাধে, পা ফস্কে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝে পড়ে যান এক মহিলা যাত্রী। RPF-এর তৎপরতায় বাঁচে প্রাণ।
এ বার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল হাওড়া স্টেশনে। তবে এ ক্ষেত্রে ওই যাত্রীর দিকেই আঙুল তুলছেন নেটবাসীদের একাংশ। চলন্ত ট্রেনে উঠতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। রেল পুলিশ এবং উপস্থিত যাত্রীরা তৎপরতা না দেখালে, কী ঘটতে পারত, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)