(Source: ECI/ABP News/ABP Majha)
Jalpaiguri: কালিয়াগঞ্জ বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক দোকান
Jalpaiguri: জলপাইগুড়ির কালিয়াগঞ্জ বাজারে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কালিয়াগঞ্জ বাজারে বিধ্বংসী আগুন। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনের কালিয়াগঞ্জ বাজারে ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের বেশ কিছু দোকান।
বিধ্বংসী আগুনের জেরে দাউদাউ করে জ্বলতে থাকে বেশ কিছু দোকান। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দেখা যায় বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি বাইপাস রাস্তা। এলাকায় যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার একাধিক গাড়ি আটকে পড়ে।
যদিও কী কারণে, কীভাবে আগুন লাগে তা জানা যায়নি। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে যান দমকল ও বিদ্যুৎ দফতরের কর্মীরা।
অন্যদিকে গতকালই আসানসোলের জামুড়িয়া থানার 60 নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি লৌহ আকরিক কারখানায় আগুন লাগে। মাল ওঠানামা করার সময় আচমকা আগুন লেগে যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে যায়। প্রতিদিনই এখানে একই ভাবে মাল ওঠানামার কাজ হয়ে থাকে। তাহলে কীভাবে আগুন লাগল হঠাৎ করে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে, বুধবার সকালে কলকাতা হরিশ মুখার্জি রোডে চলন্ত গাড়িতে আগুন লেগে গিয়েছিল। জ্বলন্ত গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পাশের গাড়িতে আগুন লেগে যায়। অফিস টাইমে দুটি গাড়িতে আগুন লাগায় ব্যস্ত রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উত্তরের দিকে যাওয়ার সময়ে হঠাৎই হরিশ মুখার্জি রোডে, মাঝরাস্তায় আগুন লেগে যায় চলন্ত গাড়িতে। জ্বলন্ত অবস্থাতেই চলছিল সেই গাড়িটি। জ্বলন্ত অবস্থায় একটি গাড়ি দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। এরপর গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। তবে আগুনের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে তার পাশে দাঁড়ানো গাড়িতেও সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।
আরও পড়ুন: চারদিন ধরে মেয়ের মৃতদেহ আগলে বসে মা, দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের