Humayun Kabir :'আমি চাইছি দল আমাকে বের করে দিক', বিস্ফোরক TMC বিধায়ক হুমায়ুন কবীর
Humayun Kabir Attacks TMC: ফের দলকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের , নাম ধরে ধরে আক্রমণ !

রাজীব চৌধুরী, আশাবুল হোসেন, জয়ন্ত পাল, মুর্শিদাবাদ: ফের দলকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। এদিন তিনি বলেন, দল বিরোধী তোমরা করাচ্ছ, তাই করছি। বের করে দাও না, দেখি, আমি বেরিয়েই তো জিততে চাইছি। বের করে দেওয়া হোক। তারপরে বোঝাব এই জেলায় ( মুর্শিদাবাদ ) রাজনীতি করা কাকে বলে ? যাদের নেতা বানিয়ে রেখেছে, তাঁদের এক একজনের, কী পজিশন, কোথায় ছিল, আর কোথায় এসেছে, তাঁদেরকে কতটা সাপোর্ট দিয়ে, কীভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে, আমি তো বলছি, শুধু নাম করে দিলাম।..অপূর্ব সরকার, ভীষ্মদেব কর্মকার, নিলিমেষ বিশ্বাস, কাউসার হোসেন, ফতেমা বিবি-এই যে নেতা, এই নেতাদের ছবি, দেওয়ালে দেওয়ালে টানিয়ে দিলে, ভোট অটোমেটিক হয়ে যাবে। চিন্তা নেই। একেবারে ছাব্বিশের ভোট সুন্দরভাবে মানুষ ভোট দিয়ে দেবে এই সব নেতাদের গঠন দেখে, চলা ফেরা দেখে ! '
ফের তৃণমূলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুন কবীর। এবার তৃণমূলকে ১০-এ নামিয়ে এনে জবাব দেওয়ার হুঙ্কার দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। একেবারে নাম ধরে ধরে আক্রমণ শানালেন মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের একাংশকে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন,২০ আছে তো, ১০-এ যদি নামিয়ে এনে দিতে পারি সেদিনকে জবাব হবে। ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর! ছাব্বিশের বিধানসভা ভোটের আগে চ্য়ালেঞ্জ ছুড়লেন নিজের দলকেই! আবার বাড়ালেন তৃণমূলের অস্বস্তি! তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'আমি দাঁড়াব ২ টো সিটে, দুটোতেই জিতে দেখাব। পাবলিক কার সঙ্গে আছে সেটাও করে দেখাব এবং আমি বলছি, ২০ আছে তো, ১০-এ যদি নামিয়ে এনে দিতে পারি সেদিনকে জবাব হবে যে হুমায়ুন কবীরের সঙ্গে খারাপ ব্যবহার করলে, হুমায়ুন কবীরের সঙ্গে আম পাবলিক আছে।'
এটা অবশ্য় প্রথমবার নয়। বারবারই বিতর্কিত মন্তব্য়ের জন্য় শিরোনামে এসেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেজন্য় তাঁকে শোকজ করা হয়েছে। কিন্তু, হুমায়ুন আছেন হুমায়ুনেই! এদিন ফের একেবারে নাম করে দলের একাংশকে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক। হুমায়ুন কবীর বলেন,দলবিরোধী...তোমরা করাচ্ছ তাই করছি। বের করে দাও না। দেখি। আমি বেরিয়েই তো যেতে চাইছি। বের করে দেওয়া হোক। তারপরে বোঝাব এই জেলায় রাজনীতি করা কাকে বলে। এক নম্বর শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান ভীষ্মদেব কর্মকার, শ্রীমান নীলিমেষ বিশ্বাস, শ্রীমান কাউসার হোসেন, শ্রীমান ফতেমা বিবি, শ্রীমান নাজমূল মিঞাঁ। এই নেতাদের ছবি দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে। চিন্তা নেই।
প্রত্য়াশিতভাবেই হুমায়ুন কবীরের মন্তব্য় ফের অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এটা তো দলের ব্যাপার। দল নজর রাখবে। দল কী করবে...এটা যিনি বলে যাচ্ছেন সেটা ভারী পরিশ্রম করে রোজ বলে যাচ্ছেন। বাকিটা তো দলের বিষয়। কয়েকমাস পরই বিধানসভা ভোট। তার আগে হুমায়ুন কবীর কী করবেন? সেদিকেই নজর সকলের।






















