Doctors Hunger Strike: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন, দেশজুড়ে প্রতীকী অনশনে বসবেন চিকিৎসকরা
IMA Hunger Strike: এদিকে, শুক্রবার অনশনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে শুক্রবার দেখা করতে এসেছিলেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকন।
কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, এবং জুনিয়র চিকিৎসকদের সমর্থনে, কলকাতা থেকে জেলা, রবিবার বিভিন্ন জায়গায় প্রতীকী অনশন করলেন চিকিৎসকরা। তাদের সঙ্গে সামিল হল নাগরিক সমাজও। এর পাশাপাশি আর জি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানিয়ে এবার দেশজুড়ে প্রতীকী অনশনে নামছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সূত্রে খবর, আগামী মঙ্গলবার ১২ ঘণ্টার অনশন করবেন দেশের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অনশন করবেন তাঁরা।
যদিও এর আগেই সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছে একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। অ্যাপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেসের পর আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত উডল্যান্ডসের। আংশিক কর্মবিরতি হবে CMRI, BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণা স্পেশালিটি হাসপাতালেও।
এদিকে, শুক্রবার অনশনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে শুক্রবার দেখা করতে এসেছিলেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকন। আইএমএ-র তরফে জানিয়ে দেওয়া হল, বাংলায় জুনিয়র চিকিৎসকদের এই কঠিন লড়াইয়ের পাশে থাকতে দেশজুড়ে প্রতীকী অনশন পালন করা হবে মঙ্গলবার।
মঙ্গলবার দেশজুড়ে জুনিয়র চিকিৎসকদের প্রতীকী অনশন সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল বলে মনে করছে অনেকে।
এদিকে, দশ দফা দাবি নিয়ে ধর্মতলা এবং শিলিগুড়ি মিলিয়ে আমরণ অনশন চালাচ্ছেন ৭ জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হযেছে ৪ জনকে। আমরণ অনশনকে সংহতি জানাতে প্রায় প্রতিদিনই সাধারণ মানুষ থেকে সিনয়র ডাক্তাররা প্রতীকী অনশন করছেন। প্রতিদিনের মতো আজও ধর্মতলার অনশনের মঞ্চের পাশে ১২ ঘণ্টার জন্য প্রতীকী বসছেন সাধারণ মানুষ। সেই মর্মেই শুরু হল নাম নথিভুক্তকরণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে