India Pakistan Tension: ফের একবার গোলা-গুলিতে কেঁপে উঠল নিয়ন্ত্রণরেখা ! 'উত্তেজনা কমুক', বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের
Donald Trump On India Pakistan Tensions: সন্ধে হতেই পুঞ্চে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারী গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান, পাল্টা জবাব দেয় ভারত, কী বার্তা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ?

নয়াদিল্লি: পরপর তিন দিন টানা পাকিস্তানের হামলা ব্যর্থ হল। শুক্রবার ফের বারামুলা, শ্রীনগর, অবন্তীপোরা-সহ ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে ইসলামাবাদ। যদিও ভারতের তৎপরতায় তা পুরোপুরি ব্যর্থ হয়। পাঞ্জাবের ফিরোজপুরে পাক-হামলায় কয়েকজন আহত হয়েছেন। এহেন পরিস্থিতিতে 'উত্তেজনা কমুক', জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আরও পড়ুন, ‘ভারত-পাক উত্তেজনায় উদ্বিগ্ন বেজিং’, জঙ্গি কার্যকলাপের নিন্দা করে বিবৃতি জারি চিনের বিদেশমন্ত্রকের
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু'দেশের মধ্যে দীর্ঘ বিবাদ সম্পর্কে অবগত। তিনি চান, যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা কমুক। এদিকে ভারত-পাকিস্তানের মধ্য়ে উত্তেজনার আবহেই ভারত থেকে সরাসরি ইসলামাবাদে পৌঁছেছেন সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রী আদেল আল জুবের। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন তিনি।
বুধ, বৃহস্পতির পর শুক্রবার। ফের ভারতে মিসাইল এবং ড্রোন হামলা চালাতে গিয়ে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। মাটিতে নামার আগেই পাকিস্তানের ড্রোন উড়িয়ে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। সেই সঙ্গে ফের একবার গোলা-গুলিতে কেঁপে উঠল নিয়ন্ত্রণরেখা। কোথাও ঘন ঘন বাজল সাইরেন। কোথাও হল ব্ল্য়াকআউট! শুক্রবারও ভারত-পাকিস্তান সংঘাতের রেশ পুরোদস্তুর টের পাওয়া গেল সীমান্তবর্তী রাজ্য়গুলোতেও। সন্ধে হতেই পুঞ্চে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারী গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারত।
জম্মু-কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লা সোশাল মিডিয়ায় লেখেন,'আমি যেখানে আছি, সেখান থেকে সেখানে ঘন ঘন বিস্ফোরণ আর গুলিবৃষ্টির আওয়াজ পাচ্ছি। আমার আবেদন, জম্মুতে কেউ রাস্তায় বেরোবেন না, বাড়িতে থাকুন।' সূত্রের খবর, বারামুলা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, ফিরোজপুর, পাঠানকোট-সহ বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তান।' এরইমধ্য়ে পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা করলেও, সেই ড্রোন ধ্বংস করে দেয় ভারত।
কিন্তু ভেঙে পড়া ড্রোনের ধ্বংসাবেশেষে জখম হন বেশ কয়েকজন। ফিরোজপুর (পাঞ্জাব) SSP ভূপিন্দর সিংহ সিধু বলেন, তিনজনের আহত হওয়ার খবর পেয়েছি। পুড়ে জখম হয়েছেন। চিকিৎসকরা দেখছেন। বেশিরভাগ ড্রোন নামিয়ে দিয়েছে সেনা। পাঠানকোট, অমৃতসর, হোশিয়ারপুরেও পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা ব্য়র্থ করে দেয় ভারত।রাজস্থানের পোখরান, জয়সলমের, বারমেঢ়েও একই ঘটনা ঘটে।
পাকিস্তানের অন্তত ৪টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত। ভারতের প্রত্যাঘাতে রাওয়ালপিণ্ডির নুর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। চাকওয়ালের মুরিদ এয়ারবেস, শোরকোটের রফিকি এয়ারবেসেও ক্ষয়ক্ষতি। ইসলামাবাদ, লাহোরে বিস্ফোরণের শব্দ। ভারত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, দাবি পাক সরকারের, অসমর্থিত সূত্রে খবর। পাক ড্রোন হামলার পাল্টা পাক অধিকৃত কাশ্মীরের একটা অংশে প্রত্যাঘাত ভারতের । POK-র নীলম ভ্যালি ও শিয়ালকোটে প্রবল প্রত্যাঘাত ভারতীয় সেনার। হরিয়ানার সিরসায় পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত। শ্রীনগর, আখনুর, উধমপুরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ, অসমর্থিত সূত্রে খবর।






















