(Source: Poll of Polls)
IMA Poll Kolkata: ডাক্তারদের ভোটে ধুন্ধুমার, ভুয়ো ভোটার-ছাপ্পার অভিযোগে তুলকালাম শহরে
Kolkata News: শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ভোট ঘিরে ধুন্ধুমারকাণ্ডে সাক্ষী কলকাতা। ১০৮টি পুরসভার ভোটে ছাপ্পা ভোটের এই ছবি ধরা পড়েছিল এবিপি আনন্দর ক্যামেরায়।
ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আইএমএ-এর কলকাতা শাখার ভোটেও উঠল ছাপ্পার অভিযোগ। ধুন্ধুমারকাণ্ড মানিকতলায়। ভুয়ো ভোটার অভিযোগে একজনকে ধরে ফেললেন শান্তনু সেন। নির্মল মাজির বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন কয়েকজন।
ঠিক কী হয়েছে?
তুমুল হইহট্টগোল, ধাক্কাধাক্কি, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড, শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ভোট ঘিরে ধুন্ধুমারকাণ্ডে সাক্ষী কলকাতা। ১০৮টি পুরসভার ভোটে ছাপ্পা ভোটের এই ছবি ধরা পড়েছিল এবিপি আনন্দর ক্যামেরায়। আর সর্বভারতীয় চিকিৎসক সংগঠন, IMA-র কলকাতা শাখার ভোটেও উঠল সেই ছাপ্পা ভোটের অভিযোগ, যে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বাধে, তারা সবাই তৃণমূল নেতাদের অনুগামী। IMA-র কলকাতা শাখার সভাপতি পদে লড়ছেন, তৃণমূল বিধায়ক নির্মল মাজি, বিপক্ষে প্রশান্ত ভট্টাচার্য। যিনি IMA-র রাজ্য সম্পাদক ও তৃণমূল সাংসদ শান্তনু সেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
শনিবার ভোটের শুরুতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেলা গড়াতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ছাপ্পা ভোটের অভিযোগে, তুমুল উত্তেজনা ছড়ায় মানিকতলায় IMA-র কলকাতা শাখার দফতরে। গন্ডগোল থামাতে হিমশিম খেতে হয় পুলিশকেও। তাদের সামনেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। IMA-র কলকাতা শাখার দফতরের ভিতরেও তুমুল উত্তেজনা ছড়ায়। কয়েকজনের সঙ্গে বচসায় জড়ান সাংসদ শান্তনু সেন। ভুয়ো ভোটারের অভিযোগে একজনকে ধরে ফেলেন তিনি। যদিও চিকিৎসক সংগঠনের ভোটে এই অশান্তিকে খুব একটা আমল দিতে চায়নি তৃণমূল।
চিকিৎসক সংগঠনের ভোটেও ‘ছাপ্পা’ নিয়ে নিন্দায় সরব বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "এটা একটা ভাইরাস। Tmc নেতারা এতে আক্রান্ত। তাই এই ভোটেও এরা বহিরাগতদের আনে। ভাবা যায় কোথায় যাচ্ছে।" IMA-র কলকাতা শাখার ভোটে ১ হাজার ৮০০ জনে ভোট দেওয়ার কথা থাকলেও, ভোট পড়েছে মাত্র ৩৬৬।