Jadavpur University Chaos: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজ, ' শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় হয়েছিলেন আহত..'
JU Student Indranuj Hospital Release : হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর পড়ুয়া , কী বলছেন ইন্দ্রানুজের বাবা ?

কলকাতা: '১ মার্চ শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন ইন্দ্রানুজ'। যা নিয়ে ইতিমধ্যেই বহু বিতর্ক মোড় নিয়েছে। আজই হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইন্দ্রানুজ। 'KPC হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে বাড়িতে', এমনই জানালেন যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজের বাবা।
হাইকোর্টের নির্দেশের পর যাদবপুর কাণ্ডে গাড়ি চাপা মামলার তদন্ত নিয়ে নড়ে চড়ে বসল কলকাতা পুলিশ। আহত ছাত্রের বয়ানের উপর ভিত্তি করে ব্রাত্য বসুর বিরুদ্ধে রুজু করা মামলার তদন্ত শুরু। রেকর্ড করা হল আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ান। গত সপ্তাহে বুধবার ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে FIR করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।ঘটনার ৩ দিন পর, আদালতের নির্দেশে ওইদিন রাতে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের প্রেক্ষিতে FIR করে যাদবপুর থানা।
বুধবারের পর শুক্রবার যাদবপুরকাণ্ডে ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়েছিল পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। তারপরই গাড়ি চাপা মামলার তদন্ত নিয়ে নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ। শনিবার ব্রাত্য বসুর বিরুদ্ধে রুজু করা মামলার তদন্ত শুরু করে যাদবপুর থানা। বিকেলে কেপিসি হাসপাতালে যান, তদন্তকারী অফিসার সহ তিন পুলিশকর্মী।এই হাসপাতালেই তখন ভর্তি ছিলেন যাদবপুরকাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়। আহত ছাত্রর বয়ান রেকর্ড করেছিলেন তদন্তকারীরা।
গত ১ তারিখ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন ব্রাত্য বসু। তাঁর গাড়ির তলায় জখম হয়েছিলেন ইন্দ্রানুজ। সেই ঘটনায় পরের দিন রাতে ই-মেল করে করে যাদবপুর থানায় অভিযোগপত্র পাঠিয়েছিলেন তিনি। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করলেও, অন্য়দের অভিযোগের ভিত্তিতেও FIR দায়ের হলেও জখম ছাত্রের ই-মেলের ভিত্তিতে কোনও ব্য়বস্থা নেওয়া হয়নি।
গত শুক্রবার এই ঘটনায় হস্তক্ষেপ করেছিল কলকাতা হাইকোর্ট। তারপরই তৎপর হয় পুলিশ। ঘটনার দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভের মুখে পড়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। এফআইআরেও তাঁর নাম রয়েছে। এই প্রেক্ষিতে এদিন ওমপ্রকাশের কালিকাপুরের বাড়িতে গিয়েছিলেন যাদবপুর থানার দুই পুলিশকর্মী। কথা বলেছিলেন, অধ্যাপকের সঙ্গে।
আরও পড়ুন, খোদ তৃণমূল বিধায়কের বাড়িতেই মৃত ভোটার? '২ বছর আগে বাবার মৃত্যু,তারপরও ভোটার লিস্টে নাম..'!
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















