Fake Voter: খোদ তৃণমূল বিধায়কের বাড়িতেই মৃত ভোটার? '২ বছর আগে বাবার মৃত্যু,তারপরও ভোটার লিস্টে নাম..'!
Fake Voter In Pandaveswar TMC MLA House: 'ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের TMC বিধায়কের প্রয়াত বাবার নাম..' ! মহকুমা শাসকের কাছে বিস্ফোরক অভিযোগ বিজেপির

পশ্চিম বর্ধমান: খোদ তৃণমূল বিধায়কের বাড়িতেই মৃত ভোটার? 'ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের প্রয়াত বাবার নাম। ২ বছর আগে তৃণমূল বিধায়কের বাবার মৃত্যু, তারপরও ভোটার লিস্টে নাম', মহকুমা শাসকের কাছে অভিযোগ বিজেপির। অভিযোগ খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে, জানালেন মহকুমা শাসক। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি।
বেশি দূর নয়, বিধানসভা ভোটেও এমন অভিযোগ উঠেছিল। একবার মৃত ভোটারের নামে ভোট পড়েছিল সল্টলেকে। আজ্ঞে হ্যাঁ, অলৌলিক কোনও ঘটনা নয়, নাইবা ছিল ভুতূড়ে, মৃত ব্যাক্তির নামে কেউ এসে দিয়ে গিয়েছিলেন ভোট ! বলাইবাহুল্য, সেই খবর প্রকাশ্যে আসতেই আরও কড়াকড়ি ব্যবস্থা করা হয় বুথকেন্দ্রগুলিতে। আর এবার বছর পেরোলেই ছাব্বিশের ভোট। কোথাও ভূতুড়ে ভোটার, কোথাও আবার দুটি আধার কার্ডে একই নাম্বার। জেলায় জেলায় উঠে আসছে একের পর এক অভিযোগ। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সাগরে মৃত মানুষের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার অভিযোগ উঠে এসেছিল। গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় মৃত ভোটারের নাম। তালিকায় ৩০ থেকে ৩৫ জন এমন ভোটার রয়েছেন, যাঁদের অধিকাংশই মৃত বা ভিনরাজ্যের ভোটার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভূতুড়ে ভোটারদের নিয়ে ব্লক ও জেলা প্রশাসনে নালিশ জানানো হয়েছে। তাঁদের দাবি, এ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েও কাজ হয়নি।
কেউ বেঁচে থেকেও মৃত, কেউবা মরে গিয়েও জীবিত। ১০-১৫ বছর আগে মারা গিয়েছেন, কিন্তু দিব্যি আছেন ভোটার তালিকায়। তালিকায় বেঁচে থাকাই শুধু নয়, রীতিমতো রেশনও তুলছেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার সাগরে উঠেছে এমনই অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ- বিডিও থেকে রাজ্যপাল- সবাইকে জানানো হলেও কোনও কাজ হয়নি। শুরু হয়েছে তৃণমূল বিজেপি তর্জা। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন,' একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে।'
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'রোহিঙ্গা মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস।' কেউ মারা গিয়েছেন ১০-১৫ বছর আগে, কিন্তু বেঁচে আছেন ভোটার তালিকায়। কারও অবস্থা রবীন্দ্রনাথের কাদম্বিনীর মতো, বেঁচে থেকেও মৃত! আবার এলাকায় যাঁর অস্তিস্তই নেই, তিনি বহাল তবিয়তে আছেন ভোটার লিস্টে! মোটকথা, তালিকায় দিব্যি আছেন 'তেনারা'। ভূতেরা দুপুরবেলা ঢেলা মারছে কি না জানা নেই, তবে নিয়মিত রেশন সামগ্রী তুলছে বলে অভিযোগ!দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের ৫৯ নম্বর বুথের বাসিন্দা। প্রফুল্ল রাণা মারা গিয়েছেন ২০২১ সালে। কিন্তু নাম এখনও রয়েছে গেছে ভোটার তালিকায়।
আরও পড়ুন, তাপসীর TMC যোগে বিস্ফোরক শুভেন্দু ! হঠাৎ কেন BJP বিধায়করা চলে যাচ্ছেন ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
