Jakir Hossain: 'যারা চুরি করছে, তাদের দল থেকে তাড়াতে হবে',ফিরহাদের সামনেই 'বিস্ফোরক' জঙ্গিপুরের বিধায়ক
Firhad Hakim:'যাঁরা চুরি করছে, তাঁদের দল থেকে তাড়াতে হবে', ফিরহাদ হাকিমের সামনেই দাবি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের।
অনির্বাণ বাগচী ও সন্দীপ সরকার, জঙ্গিপুর: 'যাঁরা চুরি করছে, তাঁদের দল থেকে তাড়াতে হবে', ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সামনেই দাবি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA) জাকির হোসেনের (Jakir Hossain)। আরও বললেন, 'তৃণমূলের কিছু প্রধান চুরি করে। তার দায় নিতে হয় দলকে। অপরাধের ভার এসে পড়ে নেত্রীর ওপর। এটা চলতে পারে না', পঞ্চায়েত ভোটের আগে জাকির হোসেনের গলায় আত্মসমালোচনার সুর। প্রায় একসুর শোনা গেল ফিরহাদ হাকিমের কথাতেও। বললেন, 'এক কোটির দলে, এক হাজার অসৎ হতে পারে। তাদের দায় দল নেবে না। তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সকলকে অপমান করার অধিকার নেই।'
কী ঘটল?
ছিল বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার 'জল স্বপ্ন' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তিতে, পঞ্চায়েত ভোটের আগে জল গড়াল রাজনীতির ময়দানে। বললেন,'আজ আমরা চুরি করছি, আমাদের প্রধানরা চুরি করছে, তার দায় আমাদের দিদিকে নিতে হচ্ছে।' পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তার প্রেক্ষিতে বলেন,'যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, আর এখানে বদনাম করার জন্য একটাই সফট কর্নার আছে, তার নাম তৃণমূল, কেন? 'মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি ও সাংসদ খলিলুর রহমান। তাঁদের সামনেই দলীয় পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। বললেন, 'আমরা চাই না দিদির বদনাম হোক, ববিদার বদনাম হোক। আমি বলব দাদাকে যে যে বিধানসভাতে প্রধানদের বিরুদ্ধে অভিযোগ হয়ে আছে, সেই অফিসাররা ধরা পড়ুক এবং প্রধানরা ধরা পড়ুক, না হলে আমাদের দল স্বচ্ছ হবে না। দাদাকে বলব, পদক্ষেপ নেওয়া হোক সমস্ত প্রধান এবং পঞ্চায়েত সমিতির যাঁরা চুরি করেছে, যত অভিযোগ হয়ে আছে, সমস্তকে ধরে জেলে ঢোকানো হোক। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েছে এবং বার্ধক্য ভাতার টাকা নিয়েছে, তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।' বিষয়টি নিয়ে পুরমন্ত্রী বলেন, 'নিশ্চিতভাবে সংসারে ৫টা ভাই থাকলে, ১টা ভাই সংসারের বদনাম করে দেয়। ১ কোটির পার্টিতে ১ হাজারটা বড়জোড় চোর চামার নিশ্চিতভাবে আছে, ১ কোটিতে ১ হাজার অর্থাৎ কত হল, পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট চোর চামার আছে, এর থেকে বেশি তৃণমূলে নেই।' এদিন জাকির হোসেনের তৃণমূলের সমালোচনা করা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, 'জাকির সত্যি কথা বলেছে, এতে ওর বিপদ হয়ে যাবে। ওকে মারতে গেছিল তৃণমূলের লোকেরাই। এবার ওর জীবন নিয়ে সংশয় হয়ে গেল।' ট্যুইট করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও। লেখা, ''চোর চামার' বলতে ফিরহাদ হাকিম কী বোঝাতে চাইছেন? চামাররা দলিত এবং তারা তফশিলি জাতির অন্তর্ভুক্ত। ইচ্ছাকৃতভাবে, আপনি তাদের অপমান করার জন্য শব্দটি ব্যবহার করেছেন। এমন মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমের বিরুদ্ধে জাতীয় তফশিলি জাতি কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত।'
আরও পড়ুন:গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?