Jalpaigudi News: পিকনিক, হুল্লোড়, খরা কাটিয়ে বড়দিনে পর্যটকের ঢল ডুয়ার্সে
Jalpaigudi News: ডুয়ার্সের মূর্তি, চাপড়ামারি, জলদাপাড়া, গরুমারা, লাল ঝামেলা বস্তি-সহর বিভিন্ন জায়গায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। পিকনিক প্রেমী মানুষের ভিড় চোখে পড়েছে ভিড় বিভিন্ন জায়গায়।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: অতিমারির (COVID-19 Pandemic) চোখরাঙানি রয়েইছে। তার মধ্যেই উৎসবের (Festive Season) আবহে গা ভাসালেন সাধারণ মানুষ। বিগত দু’বছর আতঙ্ক নিয়ে কাটানোর পর কার্যতই খুশির রেশ ধরা পড়েছে সকলের মধ্যে। বড়দিনের সকাল থেকেই ডুয়ার্সের মূর্তিতে (Dooars) পর্যটকদের (Tourists) উপচে পড়া ভিড়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কার্যতই সেখানে তিলধারণের জায়গা নেই।
যদিও এ বছর বড়দিন (Christms 2021) ঘিরে বাড়তি উৎসাহ তৈরি হয়েছিল আগে থেকেই। শুক্রবার রাত জেগে গির্জায় (Christms Prayers in Church) স্থানীয় মানুষ তো বটেই, পর্যটকরাও সামিল হন। বড়দিনের আমেজ ছড়িয়ে দিতে সেজে উঠেছে পর্যটন কেন্দ্রগুলিও। সপরিবারে সকাল থেকেই সেখানে ভিড় জমায়েত হয়েছেন পর্যটকেরা।
আরও পড়ুন: South 24 Pargana: বড়দিনে পিকনিকের আমেজ, বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়
শনিবার সকাল থেকে ডুয়ার্সের মূর্তি, চাপড়ামারি, জলদাপাড়া, গরুমারা, লাল ঝামেলা বস্তি-সহর বিভিন্ন জায়গায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। একই সঙ্গে মিঠে রোদ গায়ে মাখতে পিকনিক প্রেমী মানুষের ভিড় চোখে পড়েছে ভিড় বিভিন্ন জায়গায়। বিশেষ করে জলঢাকা, ডায়ানা লাল ঝামেলা বস্তি, নিউ দিঘা, এবং মধুবনী সংলগ্ন এলাকায় পিকনিক প্রেমী মানুষের জমায়েত দেখা গিয়েছে।
করোনার (Novel Coronavirus) জেরে এমনিতে গত দু’বছর পর্যটকদের তেমন ভিড় চোখে পড়েনি ডুয়ার্সে। এ বছর একেবারে অন্য দৃশ্য। নতুন বছরকে স্বাগত জানাতে সেখানে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। উৎসবের মরসুমে আগের মতো পর্যটকদের ঢল নামায় খুশি স্থানীয়রাও। এতে ফের পর্যটন ব্যবসায় লক্ষ্মীলাভের আশায় তাঁরা।
তবে পর্যটক ফিরে আসায় যেমন খুশির আমেজ, ওমিক্রন ঘিরে তেমন উদ্বেগও রয়েছে। তাই উৎসবে সামিল হলে, কোভিড বিধি যাতে বজায় থাকে, সে তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে স্থানীয় প্রশাসন। ভিড় জায়গায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখায় জোর দিচ্ছে তারা। তার জন্য নজরদারিও চলছে।