এক্সপ্লোর
West Bengal Weather Update : ফাগুন দিনে খামখেয়ালি বৃষ্টি, জেলায় জেলায় বাজ পড়ার সতর্কবার্তা, ফের ফিরবে শীত?
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়।

জেলায় জেলায় বাজ পড়ার সতর্কবার্তা, ফের ফিরবে শীত?
1/8

সকাল থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আকাশের মুখ ভার । ফাল্গুনের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি শুরু হতে পারে। চলবে সপ্তাহশেষ পর্যন্ত ।
2/8

আবহাওয়া দফতরের বুলেটিনে প্রকাশ, ১৯ ফেব্রুয়ারি থেকে অবিরাম বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। ধারাপাতের ইঙ্গিত কলকাতা সহ একাধিক জেলায়। ভিজবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
3/8

শীতের বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, , মুর্শিদাবাদ এবং নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামও। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলিতে। বাজ পড়ার সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও।
4/8

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে
5/8

আবহাওয়া দফতর কৃষকদের পেকে যাওয়া রবি শস্য এবং শাকসবজি তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছে। শস্য শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
6/8

এই বৃষ্টি চলবে রবিবার ফেব্রুয়ারি পর্যন্ত । বৃষ্টি কমে আবার বাড়বে । উইকএন্ড , অর্থাৎ ২২ এবং ২৩ ফেব্রুয়ারি ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
7/8

বুধবার থেকে দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সপ্তাহান্তেই বাড়বে বৃষ্টির দাপট। তবে বৃষ্টির হাত ধরে শীত ফিরছে না বলেই মনে করছেন আবহবিদরা।
8/8

বুধবার থেকে ৩-৪ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। এরপর ২৩ তারিখ পর্যন্ত উত্তরের পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি বা দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে।
Published at : 19 Feb 2025 11:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
