(Source: ECI/ABP News/ABP Majha)
Jalpaiguri: ভূমিধসে ৩ জনের মৃত্য়ু, ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের
শিলিগুড়ির মাটিগাড়া থানা থেকে মেরেকেটে এক কিলোমিটার, বালাসন নদীর পাড়ে এখান থেকেই চুরি যাচ্ছিল বালি ও মাটি, সেই কাজে লাগানো হয়েছিল কিশোরদেরও!
সৌভিক মজুমদার ও বাচ্চু দাস, শিলিগুড়ি: গতমাসে শিলিগুড়ির (Siliguri) বালাসন নদীর পাড়ে, বেআইনিভাবে বালি ও মাটি কাটার জেরে ভূমিধসে মৃত্য়ু হয় ২ নাবালক-সহ ৩ জনের । সেই ঘটনায় নিহতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা করে ও আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত । ১ মাসের মধ্য়ে রাজ্য় সরকারকে এই অর্থ সাহায্য় করার নির্দেশ দেওয়া হয়েছে ।
ভয়ঙ্কর পরিণতি! শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়া থানা (Matigara Police Station) থেকে মেরেকেটে এক কিলোমিটার, বালাসন নদীর পাড়ে এখান থেকেই চুরি যাচ্ছিল বালি ও মাটি, সেই কাজে লাগানো হয়েছিল কিশোরদেরও! আর তারই ভয়ঙ্কর পরিণতি! মার্চ মাসের ৬ তারিখ এখানেই হুড়মুড়িয়ে ধস নামে। তাতে চাপা পড়ে মৃত্য়ু হয় ২ কিশোর-সহ ৩ জনের । আহত হন ১ জন ।
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ: সেই ভয়াবহ ঘটনায় নিহতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা ও আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত । ১ মাসের মধ্য়ে রাজ্য় সরকারকে এই অর্থ সাহায্য় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি, আইন ভেঙে যারা এই বালি ও মাটি পাচারের কাজ করাচ্ছিল, তাদের বিরুদ্ধে রাজ্য় সরকারকে (State Government) যত দ্রুত সম্ভব পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত ।
সেদিনের সেই ভয়ঙ্কর ধসে চাপা পড়ে মৃত্য়ু হয় ১৫ বছরের রোহিত সাহানি শ্যামল সাহানি ও ২০ বছরের মনু কুমারের । সকালে মাটি খুঁড়ে তিনজনের নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দৈনিক মাত্র সাড়ে তিনশো টাকার বিনিময়ে কিশোর-যুবকদের দিয়ে এমন বেআইনি ঝুঁকিপূর্ণ কাজ করানো হত। এনিয়ে জাতীয় পরিবেশ আদালতে মামলা রুজু হয়। তারই প্রেক্ষিতে এই নির্দেশ দিল আদালত ।
বালাসন নদীর পাড়ে মাটি ও বালি পাচারের ঘটনায় এখনও পর্যন্ত ২ জন গ্রেফতার হয়েছে। তবে, এতবড় ঘটনার পরেও হুঁশ ফেরেনি। একইভাবে, শিলিগুড়িতে, মহানন্দার পাড়ে চলছিল অবৈধভাবে বালি তোলার কাজ। এই ঘটনায় রবিবার ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ । আটক করা হয়েছে ৪টি ট্রাক ও ২টি ট্রাক্টর ।