![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
India vs Australia Live: যশস্বী, রাহুলের অনবদ্য পার্টনারশিপে পারথে দ্বিতীয় দিনশেষে ২১৮ রানে এগিয়ে ভারত
IND vs AUS 1st Test: ভারতের ১৫০ রানের জবাবে প্রথম দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর সাত উইকেটের বিনিময়ে ৬৭ রান।
LIVE
![India vs Australia Live: যশস্বী, রাহুলের অনবদ্য পার্টনারশিপে পারথে দ্বিতীয় দিনশেষে ২১৮ রানে এগিয়ে ভারত India vs Australia Live: যশস্বী, রাহুলের অনবদ্য পার্টনারশিপে পারথে দ্বিতীয় দিনশেষে ২১৮ রানে এগিয়ে ভারত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/23/71c79441b3a5d96620b75197e17b29fd1732326102584507_original.jpg)
Background
Border Gavaskar Trophy Live: ভারতের দিন
যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের দুরন্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনশেষে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে ভারতের দখলে। ভারতের স্কোর বিনা উইকেটে ১৭২ রান। আপাতত ২১৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। দিনের শেষ সেশনে ৩১ ওভারে উঠল ৮৮ রান।
India vs Australia Test Live Score: ১৫০ রানের পার্টনারশিপ
যশস্বী, রাহুলের অনবদ্য পার্টনারশিপ অব্যাহত। ১৫০ রানের গণ্ডি পার করল ভারতের ওপেনিং পার্টনারশিপ। ৫১ ওভারে ভারতের স্কোর ১৫১। যশস্বী ৭৯ ও রাহুল ৫৭ রানে খেলছেন। ভারতীয় দল আপাতত ১৯৭ রানে এগিয়ে রয়েছে।
Border Gavaskar Trophy Live: রাহুলের হাফসেঞ্চুরি
১২৪ বলে নিজের টেস্ট কেরিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি পূরণ করলেন কেএল রাহুল। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩১ রান।
India vs Australia Test Live Score: ১৫০-র লিড
১৫০ রানের লিড নিয়ে নিল ভারতীয় দল। তবে ভাগ্যের সহায়তা পেলেন যশস্বী জয়সওয়াল। তাঁর ব্যাটে লেগে বল স্লিপে খাওয়াজার দিকে চলে যায়। ঠিক তাঁর হাতের সামনেই বলটি ড্রপ পরে। খাওয়াজা তা তালুবন্দি করতে পারেননি। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ১০৪।
Border Gavaskar Trophy Live: যশস্বীর হাফসেঞ্চুরি, ভারতের সেঞ্চুরি
১২৩ বলে নিজের কেরিয়ারের মন্থরতম তবে মতান্তরে সবথেকে গুরুত্বপূর্ণ অর্ধশতরান পূরণ করলে যশস্বী জয়সওয়াল। ৩৮ ওভারে শতরানের গণ্ডিও পার করল ভারতীয় দল। বর্তমান স্কোর বিনা উইকেটে ১০১। অপরপ্রান্তে রাহুল ৪১ রানে ব্যাট করছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)