Industrial Area: বেসরকারি শিল্পতালুকে ফের দুষ্কৃতী তাণ্ডব, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন ব্যবসায়ীরা
Jalpaiguri Industrial Estate: ব্যবসায়ী সূত্রে খবর, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার নিন্দা করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে নর্থ বেঙ্গল ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে মগরসুব্বা শিল্পতালুকে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। হামলার ভিডিও ফুটেজ জমা দিয়ে থানায় অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। ব্যবসায়ী সূত্রে খবর, একজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। হামলার নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে নর্থ বেঙ্গল ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।
ঠিক কী হয়েছে?
কারখানা লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক ইট-পাথর। ভেঙে চুরমার হয়ে যাচ্ছে জানালা কাচ। মেঝে জুড়ে ছড়িয়ে কাচের টুকরো, আর দুষ্কৃতীদের ছোড়া পাথর দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠল জলপাইগুড়ির রাজগঞ্জের মগরসুব্বা শিল্পতালুকে। এই শিল্পতালুকেই রয়েছে শক্তি স্টিল কারখানা। অভিযোগ, গত বৃহস্পতিবার ওই কারখানাতেই হামলা চালায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও পরিষেবা মিলল না, রোগীর মৃত্যুতে ফের বিতর্ক
হামলার ভিডিও জমা দিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও কর্মী ধনঞ্জয় সিনহা বলেন, "চারজন ছেলে প্রথমে মদ খায় বাইরে। এসে ঢিল ছুড়তে শুরু করে।অনেকেই ছিল। আমরা ৪-৫ জনকে দেখেছি। দুঘণ্টা ধরে তাণ্ডব চালায়।" ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন শিল্পতালুকের বাকি কারখানার মালিকরাও। হামলার নিন্দা করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে নর্থ বেঙ্গল ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।
নর্থ বেঙ্গল ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরজিৎ পাল বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, শিল্পতালুকে কোনও সিন্ডিকেট, দাদাগিরি চলবে না। তারপরেও এমন চললে কারখানা তুলে নিতে হবে। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব।"
চলছে রাজনৈতিক বিতর্ক
এদিকে এই ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। পুলিশ সূত্রে খবর, শিল্পতালুকে দুষ্কৃতী হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।