Jalpaiguri News: উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ, এলাকাভিত্তিক ব্যবসা বন্ধের সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার
Jalpaiguri News Update:নতুন বছরের শুরুতে রাজ্যে (West Bengal) আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ(Third Wave)। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যের অন্যান্য জেলার মতো সংক্রমণ বাড়ছে জলপাইগুড়ি জেলাতেও।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: করোনা মোকাবিলায় এবার এলাকাভিত্তিক ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পুরসভা। শহরে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরপরও অনেকে কোভিড বিধি মানছেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে গতকাল জলপাইগুড়ি শহরে প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কাল থেকে সাতদিন ঘুরিয়ে ফিরিয়ে বন্ধ রাখা হবে বিভিন্ন বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। জানুয়ারির ২০, ২১, ২২, ২৪, ২৭, ২৯ ও ৩১ তারিখ বিভিন্ন এলাকায় দোকান, বাজার বন্ধ থাকবে। এ নিয়ে মাইকে প্রচার চালাচ্ছে প্রশাসন।
নতুন বছরের শুরুতেই রাজ্যে (West Bengal) আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ (Third Wave)। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যের অন্যান্য জেলার মতো জলপাইগুড়ি জেলাতেও প্রতিদিন বহু মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তারপরেও হুঁশ ফিরছে না বহু মানুষের। সাইকেল আরোহী থেকে বাজার করতে আসা- কারও মুখে মাস্ক নেই। এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে উদ্যোগী হল প্রশাসন। কীভাবে সংক্রমণের শৃঙ্খল ভাঙা যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। আর তাই এবার সাতদিন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মাইকে প্রচারের কাজ শুরু করেছে প্রশাসন।
অন্যদিকে. করোনায় তৃতীয় ঢেউ আছড়ে পড়ায়, উদ্বেগজনক পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। এই পরিস্থিতিতে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে একাধিক বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা লাগোয়া এই জেলায়। সংক্রমণ (Corona Case) রুখতে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটায় (Gaighata) বাজার, দোকান একবেলা খোলা রাখার সিদ্ধান্ত প্রশাসনের। আগামী ৭ দিন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে দোকান, বাজার। আজ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত গাইঘাটা ব্লকে (Gaighata Block) জারি থাকবে এই নিয়মবিধি। তবে ওষুধ, দুধের দোকান-সহ জরুরি পরিষেবায় (Emergency Service) ছাড় দেওয়া হয়েছে। সংক্রমণ কমাতে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: Nadia: গয়েশপুরে বৈঠক চলাকালীন বিজেপি পার্টি অফিসে বিক্ষোভ, গাড়ি-বাইক ভাঙচুর