Bomb Defused: সুবর্ণরেখার তীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! কান ফাটানো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়! কীভাবে হল?
Jhargram News: ঝাড়গ্রামের ওই এলাকায় মাটির তলায় পাওয়া গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বিশালাকার ওই বোমা। কীভাবে এল এখানে?
অমিতাভ রথ, ঝাড়গ্রাম: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের উপর ছোড়া হতো এমনই বোমা। দশকের পর দশক কেটে গিয়েছে, বদলে গিয়েছে আশপাশ। এতদিন মাটির নীচে লুকিয়ে ছিল সেই বোমা। সপ্তাহখানেক আগে হঠাৎ করেই খোঁজ মেলে সেই বোমার।
ঝাড়গ্রাম (Jhargram) জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের ভুলনপুর গ্রাম। সেই গ্রামে সুবর্ণরেখা নদীর পাশে চাষের জমি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ওই বোমা (bombs used during second World War)। তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত শনিবার সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ওই বোমা। বিশালাকার আয়তনের বোমা উদ্ধারের খবর শুনে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। পরে প্রশাসনের তরফে থেকে চূড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করা হয়।
এরপর আজ, শুক্রবার দুপুরে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বম্ব স্কোয়াডের উপস্থিতিতে বিমান বাহিনীর (Air Force) তরফে নিষ্ক্রিয় করা হয় বোমাটিকে। ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তীর্ণ এলাকা বালির বস্তা দিয়ে ঘিরে রেখে বিস্ফোরণ ঘটানো হয়। এদিন বম্ব স্কোয়াড ও বিমান বাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিপিও গোপীবল্লভপুর পারভেজ সারফারাজ ,গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়,গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা।
বিষয়টি নিয়ে খোদ X হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভুলানপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। রাজ্য সরকার, পুলিশ ও এয়ারফোর্সের আধিকারিকদের উপস্থিতিতে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে দিয়ে সফলভাবে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। সবাইকে ধন্যবাদ।'
Yesterday it came to our notice that an undetonated bomb of World War II was found in an open field in village Bhulanpur, Gopiballavpur in Jhargram district.
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2024
State government machinery including police and also airforce immediately swung into action. Public from nearby area… pic.twitter.com/Cva66ydlMQ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: পুরীর জগন্নাথধামের সঙ্গে জড়িয়ে বহু রহস্য-কাহিনি! এটা জানতেন?