এক্সপ্লোর
Jagannath Dev: পুরীর জগন্নাথধামের সঙ্গে জড়িয়ে বহু রহস্য-কাহিনি! এটা জানতেন?
Puri Jagannath Temple Mythical Facts: পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বহু প্রচলিত বিশ্বাস রয়েছে। একাধিক কাহিনি রয়েছে এই দেবস্থানকে জড়িয়ে।

পুরীর জগন্নাথ মন্দির। ছবি: @SJTA_Puri
1/10

ভারতে হিন্দুতীর্থের অন্যতম পুরীর জগন্নাথধাম। জগন্নাথদেবের দর্শন পেতে সারা ভারত থেকে এখানে এসে ভিড় জমান ভক্তরা। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে একাধিক প্রচলিত বিশ্বাস রয়েছে। আর কদিন পরেই রথ যাত্রা। তার আগে একবার ফিরে দেখা যাক সেগুলি।
2/10

পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় সবসময় ধ্বজা ওড়ে। বিশ্বাস করা হয় যেদিকে হাওয়া বয় তার উল্টোদিকে ওড়ে এই ধ্বজা। বহু বছরের পুরনো রীতি মেনে প্রতিদিন মন্দিরের চূড়ায় উঠে বদলে ফেলা হয় ধ্বজা। বলা হয় কোনও একদিন এই কাজ না হলে দীর্ঘ বছর বন্ধ থাকবে এই মন্দির।
3/10

জগন্নাথ দেব, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি নিম কাঠের তৈরি। নির্দিষ্ট সময় অন্তর নবকলেবর উৎসব উদযাপনের সময় বদলে ফেলা হয় তিনটি মূর্তি। এর জন্য বেছে নেওয়া হয় কোনও পবিত্র নিমগাছ। তার কাঠ দিয়েই তৈরি হয় এই মূর্তি। ২১ দিনে বাছাই করা বিশেষ শিল্পী এই মূর্তি তৈরি করেন। পুরনো মূর্তি বিশেষ জায়গায় পুঁতে ফেলা হয়। সর্বশেষ নবকলেবর ২০১৫ সালে হয়েছিল।
4/10

বিশ্বাস করা হয়, দিনের যে সময়েই হোক না কেন, আকাশে যেখানেই সূর্য থাক না কেন। মন্দিরের না কি ছায়া পড়ে না। মন্দিরের মূল স্মম্ভের ছায়া না পড়ার কারণ কি মন্দিরের স্থাপত্যশৈলি? না কি অন্য কোনও কারণ। তার প্রকৃত উত্তর নেই।
5/10

পুরীর মন্দিরের মহাপ্রসাদের জন্য অধীর আগ্রহে থাকেন ভক্তরা। ৫ ভাগে ৫৬ রকম পদ দিয়ে জগন্নাথদেবকে উৎসর্গ করা হয় প্রসাদ। বিপুল সংখ্যক সেবায়েত একটির উপর আরেকটি রাখা মাটির বাসনে, কাঠের আঁচে তৈরি করেন এই মহাপ্রসাদ। এই প্রসাদ রান্নার পদ্ধতি নিয়েও রয়েছে প্রচুর কাহিনি।
6/10

বিশ্বাস রয়েছে মহাপ্রসাদ না কি কোনও অবস্থাতেই নষ্ট হয় না। এক একদিন এক এক সংখ্যায় ভক্তরা আসেন মন্দিরে। বিশেষ দিনে বিপুল সংখ্যক তীর্থযাত্রীর পা পড়ে মন্দিরে। কোনওদিনই না কি প্রসাদ নষ্ট হয় না।
7/10

বলা হয় মন্দিরের ভিতরে পা রাখলেই সমুদ্রের ঢেউয়ের শব্দ না কি আর শোনা যায় না। প্রচলিত বিশ্বাস, দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দির শান্তির জায়গা হবে। তাঁর কথা শুনেই এমন ব্যবস্থা করা হয়েছিল।
8/10

বিশ্বাস রয়েছে মন্দিরের একেবারে চূড়ার উপর দিয়ে কোনও পাখি, বিমান যায় না। কোনও কিছু উড়ে যায় না। এই বিশ্বাস দীর্ঘদিন ধরেই চলছে।
9/10

পুরীর জগন্নাথ মন্দিরের উপরে রয়েছে একটি চক্র। বিপুল ওজনের ওই চক্রটি অত বছর আগে কীভাবে অত উপরে তোলা হয় তা নিয়ে বিস্ময় রয়েছে।
10/10

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান, প্রচলিত বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। ছবি: PTI এবং Shree Jagannatha Temple Office, Puri- এর X হ্যান্ডেল @SJTA_Puri
Published at : 05 Jul 2024 05:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
