এক্সপ্লোর
Jagannath Dev: পুরীর জগন্নাথধামের সঙ্গে জড়িয়ে বহু রহস্য-কাহিনি! এটা জানতেন?
Puri Jagannath Temple Mythical Facts: পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বহু প্রচলিত বিশ্বাস রয়েছে। একাধিক কাহিনি রয়েছে এই দেবস্থানকে জড়িয়ে।
পুরীর জগন্নাথ মন্দির। ছবি: @SJTA_Puri
1/10

ভারতে হিন্দুতীর্থের অন্যতম পুরীর জগন্নাথধাম। জগন্নাথদেবের দর্শন পেতে সারা ভারত থেকে এখানে এসে ভিড় জমান ভক্তরা। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে একাধিক প্রচলিত বিশ্বাস রয়েছে। আর কদিন পরেই রথ যাত্রা। তার আগে একবার ফিরে দেখা যাক সেগুলি।
2/10

পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় সবসময় ধ্বজা ওড়ে। বিশ্বাস করা হয় যেদিকে হাওয়া বয় তার উল্টোদিকে ওড়ে এই ধ্বজা। বহু বছরের পুরনো রীতি মেনে প্রতিদিন মন্দিরের চূড়ায় উঠে বদলে ফেলা হয় ধ্বজা। বলা হয় কোনও একদিন এই কাজ না হলে দীর্ঘ বছর বন্ধ থাকবে এই মন্দির।
Published at : 05 Jul 2024 05:40 PM (IST)
আরও দেখুন






















