Jhargram News: ঘন কুয়াশায় শীত মুখ ঢেকেছে ঝাড়গ্রামে, ফের বৃষ্টিতে চিন্তার ভাঁজ কৃষকদের কপালে
Jhargram Weather News: মেঘে ঢাকা আকাশের পাশাপাশি শুরু হয়েছে হালকা বৃষ্টি। । যদি ভারি বৃষ্টি হয় তাহলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় চাষিরা

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ভোরে ঘন কুয়াশায় (Dense Fog) ঢেকে গিয়েছিল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম (Jhargram) ,সেইসঙ্গে মেঘলা আকাশ (Cloudy Sky), ইতিমধ্যেই বৃষ্টি (Rain) শুরু হয়েছে। রবিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে ছিল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর । সেই সঙ্গে মেঘলা আকাশ ।তবে রবিবার শীতের (Winter)প্রভাব কিছুটা কম। যেভাবে ঘন কুয়াশায় ঢেকে থাকে গোটা ঝাড়গ্রাম এলাকা তার ফলে সমস্যায় পড়েন যানবাহন চালকরা। গাড়ির হেডলাইট জ্বালিয়ে অতি সাবধানে যাতায়াত করতে হয় গাড়ি চালকদের। তাই যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়। রাস্তাঘাটে ও অন্যান্য দিনের তুলনায় লোকজন খুব কম। তবে মেঘলা আকাশের পাশাপাশি শুরু হয়েছে হালকা বৃষ্টি। যার ফলে অকাল বৃষ্টির জন্য ফসলের ক্ষতির আশঙ্কা করছেন অনেকেই। যদি ভারি বৃষ্টি হয় তাহলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় চাষিরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের কপালে।
উল্লেখ্য, এর আগেও একের পর এক নিম্নচাপে আগেই লোকসানের মুখে পড়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলার ধান,আলু ও সবজী চাষীরা। বৃষ্টিতে ফসলের জমিতে জল জমতে শুরু করলেই বিপদ। সেই আশঙ্কায় ঘুম ছুটেছে আলু ও শীতকালীন সবজী চাষীদের। জাওয়াদের কারণে এর আগে মাঠের ধান মাঠেই নষ্ট হয়েছিল। ক্ষয়ক্ষতি হয়েছিল অন্যান্য ফসলের চাষও। পিছিয়ে গিয়েছিল চাষ। কারণ জমিতে জল জমে ছিল। সবমিলিয়ে একের পর এক নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্জার কারণে বৃষ্টি ভোগাচ্ছে কৃষকদের।
উল্লেখ্য, মাঘের শুরুতে কুপোকাত শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অব্যাহত পারদের ওঠানামা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ। আজ ও কাল রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি। ফের কমবে তাপমাত্রা। এরপর বঙ্গভূমে শীত ঘুরে দাঁড়াবে নাকি, ধীরে ধীরে পাততাড়ি গোটাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।






















