(Source: ECI/ABP News/ABP Majha)
Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে এবার শাহজাহানের 'ডান হাত' জিয়াউদ্দিন-সহ গ্রেফতার ৩
Sandeshkhali Zia Uddin Arrested: সন্দেশখালিকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার, সিবিআই-র জালে শেখ শাহজাহানের 'ডান হাত' জিয়াউদ্দিন মোল্লা..
কলকাতা: লোকসভা ভোটের আগে বাংলার অন্যতম বড় ইস্যু সন্দেশখালি (Sandeshkhali Incident)। এই ইস্যুকেই ঢাল করে নির্বাচনের আগে এগোতে চায় রাজ্যের শাসক বিরোধীরা। ইতিমধ্যেই দীর্ঘ অপেক্ষার পর সন্দেশকালিকাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে ( Zia Uddin Mollah Arrested)। আর এবার সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের 'ডান হাত' জিয়াউদ্দিন মোল্লাকেও গ্রেফতার করে নেওয়া হল।সন্দেশখালিকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। সিবিআইয়ের হাতে গ্রেফতার জিয়াউদ্দিন-সহ ৩জন গ্রেফতার।
মূলত ৫ জানুয়ারি ইডির উপরে হামলার পর থেকেই 'ফেরার' জিয়াউদ্দিন। দফায় দফায় জেরার পরে জিয়াউদ্দিন-সহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। শাহজাহান-ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি, দিদার বক্স মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্দেশখালিকাণ্ডের বেশ কয়েকজন অভিযুক্তকে হাজিরার নির্দেশ দেয় সিবিআই। যার মধ্যে রয়েছেন শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত, বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লা। সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টের দেওয়া CBI তদন্তের নির্দেশ যেদিন সুপ্রিম কোর্ট বহাল রাখল, সেদিনই সন্দেশখালিতে দিকে দিকে 'অ্যাকশনে' নামতে দেখা যায় CBI-কে।
সন্দেশখালির দিকে দিকে ঘুরে, অভিযুক্তদের সিবিআইয়ের কাছে হাজিরার নোটিস দেন আধিকারিকরা। যার মধ্যে অন্যতম, বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা।এছাড়াও রয়েছেন আরেক অভিযুক্ত আবিবুর রহমান। মঙ্গলবারই তাঁদেরকে হাজিরার নোটিস দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রথমে বিশাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে,ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি ফাঁড়িতে যায় সিবিআইয়ের টিম।
এরপর সেখান থেকে সন্দেশখালি থানার পুলিশকে নিয়ে,সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় আবিবুর রহমানের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সেখানে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই সময় বাড়িতে ছিলেন না আবিবুর। সিবিআই আধিকারিকদের সামনেই নোটিস ছিঁড়ে ফেলে দেন তাঁর পরিবারের সদস্যরা। এরপর, শেখ শাহজাহানের জামাই রানাবাবু লস্করের বাড়িতে যায় সিবিআই। বাড়ি তালাবন্ধ থাকায়, ছবি তুলে নিয়ে যান তাঁরা।
আরও পড়ুন, 'ঐতিহাসিক..', দেশজুড়ে সিএএ কার্যকর হতেই ট্যুইট শুভেন্দুর, বললেন..
সরবেরিয়া বাজার সংলগ্ন এলাকায় তাঁর বাড়িতেও সিবিআই নোটিস দিতেই গিয়েছিল বলে খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে। শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত,তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লাকে আজই গ্রেফতার করেছে সিবিআই। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে শাহজাহান মার্কেটের ম্য়ানেজার দিদার বক্স মোল্লা,এবং শেখ শাহজাহানের শাগরেদ ফারুখ আকুঞ্জিকে।এই পরিস্থিতিতে, সিবিআইয়ের তলবে মঙ্গলবার সন্দেশখালিকাণ্ডের আরও ৩ অভিযুক্ত হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার।