Job Seeker Agitation: লক্ষ্মীপুজোতেও পথেই ওঁরা, চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলতে ধর্নামঞ্চে সপরিবারে কৌশিক সেন
Koushik Sen: চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে পৌঁছে যান নাট্যকর্মী তথা কৌশিক সেন (Koushik Sen)। সঙ্গে স্ত্রী রেশমি সেন (Reshmi Sen), ছেলে ঋদ্ধি সেন (Riddhi Sen) ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।
![Job Seeker Agitation: লক্ষ্মীপুজোতেও পথেই ওঁরা, চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলতে ধর্নামঞ্চে সপরিবারে কৌশিক সেন Job Seeker Agitation: Kaushik Sen with his family on stage to talk to job seekers Job Seeker Agitation: লক্ষ্মীপুজোতেও পথেই ওঁরা, চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলতে ধর্নামঞ্চে সপরিবারে কৌশিক সেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/4fcca29a4ac42046b98118265e200e8a166531459557151_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কোজাগরী পূর্ণিমাতেও যেন অমাবস্যায় ওরা...। হকের চাকরির দাবিতে লক্ষ্মীপুজোর (Laxmi Puja 2022) দিনও পথে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাঁদের সঙ্গে কথা বলতে এদিন ধর্নামঞ্চে পৌঁছে যান নাট্যকর্মী তথা কৌশিক সেন (Koushik sen)। সঙ্গে স্ত্রী রেশমি সেন (Reshmi Sen), ছেলে ঋদ্ধি সেন (Riddhi Sen) ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Suranga Banerjee)।
ধর্নামঞ্চে সপরিবারে কৌশিক সেন: কোজাগরী পূর্ণিমায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে ধনদেবীর আরাধনায় উচ্চ প্রাথমিকের আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা (Job Seeker Agitation)। পাশেই দুর্নীতির প্রতিবাদে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মঞ্চে আয়োজন করা হয় কবিগানের। অন্যদিকে, লক্ষ্মীপুজোর দিনও মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। আজ ৫৭৪ দিনে তাঁদের অবস্থান। এদিন কয়েকজন রাজ্য সরকারি কর্মী চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে যান। চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা দেন তাঁরা। আর এদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে সপরিবারে দেখা করতে যান কৌশিক সেন। এদিন চাকরিপ্রার্থীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি। এদিন কৌশিক সেন বলেন, "তদন্ত তদন্তের মতো হোক। দোষীরা শাস্তি পাক। পৃথিবী উল্টে যাক
এরা নিয়োগটা পান। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব। আমার দাবিটা পেশ করব।'' তাৎপর্যপূর্ণভাবে এদিন কৌশিক সেন, রেশমী সেন, ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রা কালো পোশাকে যান ধর্নামঞ্চে। এটাও ছিল প্রতীকী প্রতিবাদ।এবিষয়ে রেশমী সেন বলেন, "আজকে আমার মনে হয় রঙিন পরে এসে ওদের সামনে দাঁড়ানোটা খুব নিজেদেরই খুব ছোট মনে হবে, কারণ ওনাদের দিনগুলি তো রঙিন হয়নি, ওনাদের দিনগুলি অন্ধকারে কালো, প্রদীপের নীচে অন্ধকার হয়েই থেকে গেছে।'
কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর আরাধনায় চাকরিপ্রার্থীরা: বোধন থেকে বিসর্জন পেরিয়ে লক্ষ্মীপুজো। পুজোর আনন্দে গা ভাসিয়েছে গোটা রাজ্য। এখনও বজায় রয়েছে উৎসবের মেজাজ। কিন্তু, ওঁরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়ে গিয়েছেন। গোটা রাজ্য ঝলমলে আলোয় আলোকিত হয়েছে। কিন্তু, আন্দোলনকারী এই চাকরিপ্রার্থীদের আরও একটা পুজো কেটেছে অনিশ্চয়তার অন্ধকারেই। প্রশ্ন উঠছে, আর কতদিন? চাকরির জন্য আরও কতদিন এভাবেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় কাটাতে হবে? হকের চাকরির জন্য আরও কতদিন অপেক্ষা করতে হবে? এই পরিস্থিতিতে এবার ধনদেবীর আরাধনাও করেন চাকরিপ্রার্থীরা। '
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)