(Source: ECI/ABP News/ABP Majha)
Job Seekers Agitation: হামাগুড়ি দিয়ে, দণ্ডি কেটে প্রতিবাদ, চাকরির দাবিতে পথে চাকরিপ্রার্থীরা
Upper Primary Agitation: যাদের স্কুলে স্কুলে পড়ানোর কথা ছিল, তাঁরাই এখন চাকরির দাবিতে রাস্তায়।যাদের ছাত্র-ছাত্রীদের সঠিক পথ দেখানোর কথা ছিল, তাঁরাই নিয়োগ চেয়ে পথে হামাগুড়ি দিচ্ছেন, কেউ কাটছেন দণ্ডি।
কলকাতা: ৯ বছর ধরে অপেক্ষার পরও মেলেনি স্কুলের চাকরি। ২৫০ দিনের উপর আন্দোলন চালাচ্ছেন। চাকরির দাবিতে আজ ফের রাস্তায় নামলেন ২০১৪-র আপার প্রাইমারির (Upper Primary) চাকরিপ্রার্থীরা। যাঁরা একবারও ইন্টারভিউয়ের ডাক পাননি।
চাকরির দাবিতে ফের রাস্তায়: যাদের স্কুলে স্কুলে পড়ানোর কথা ছিল, তাঁরাই এখন চাকরির দাবিতে রাস্তায়।যাদের ছাত্র-ছাত্রীদের সঠিক পথ দেখানোর কথা ছিল, তাঁরাই নিয়োগ চেয়ে পথে হামাগুড়ি দিচ্ছেন, কেউ কাটছেন দণ্ডি। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অনেকে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি গেছে কয়েক হাজার অযোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। কিন্তু, যাঁরা যোগ্য, তাঁরা চাকরি পাবেন কবে? এই উত্তরের দাবিতে শনিবার ফের পথে নামলেন ২০১৪-র আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা।
শনিবার ২৫৯ দিনে পড়েছে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের আন্দোলন। তাঁদের মধ্যে যাঁরা ইন্টারভিউতে ডাক পাননি, এদিন শহিদ মিনার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করেন সেই প্রার্থীরা। কখনও হেঁটে, কখনও আবার হামাগুড়ি দিয়ে,দণ্ডি কেটে।নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও যাঁরা গ্রেফতার হয়েছে, তাঁদের ছবিতে মাখানো হয় চুনকালি। চাকরিপ্রার্থীদের আন্দোলনকে হাতিয়ার করে, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রাস্তায় চাকরি ভিক্ষা করতে হচ্ছে হবু শিক্ষকদের। যাদের সৎ ভাবে চাকরি পাওয়া উচিত ছিল তাদের চাকরিটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। আমরাও একাধিকবার তাদের সঙ্গে দেখা করতে গেছি। কিন্তু সমাধান কোন পথে, রাজ্য সরকারকে ভাবতে হবে। মানুষ সরব হচ্ছে।’’
গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে শিয়ালদা থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল পর্যন্ত করেন তাঁরা। চাকরিপ্রার্থীদের দুর্দশা বোঝাতে খড়ের কাঠামোকে খাটে চড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান চাকরিপ্রার্থীরা। সরকার তাঁদের ন্যায্য দাবিতে কর্ণপাত করছে না, তা বোঝাতে একজনকে কুম্ভকর্ণ সাজানো হয়। আজ তাঁদের সঙ্গে দেখা করতে আসেন, ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের প্রতিনিধিরাও। চাকরির দাবিতে ৭২৫ দিন ধরে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে অবস্থান করছেন চাকরিপ্রার্থীরা। এবার তাঁদের একাংশ রাজপথে মিছিলে হেঁটে নিয়োগের দাবি জানালেন। অন্যদিকে মাতঙ্গিনী মূর্তির পাদদেশেও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বিক্ষোভ-অবস্থান গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুন: Saokat Molla: ভাঙড়ে তৃণমূলের অবজার্ভার সওকত মোল্লা, দায়িত্ব পেয়েই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর কড়া বার্তা