Jogesh Chandra Chaudhuri College: দু্র্বৃত্ত, বহিরাগত মুক্ত কলেজ প্রাঙ্গণ চাই, পোস্টার লিখে প্রতিবাদ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষের
Education News: অধ্যক্ষ তাঁর রুমের বাইরে বেরিয়ে এসে কলেজের সামনে বসে চেয়ার নিয়ে প্রতিবাদ করছেন
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কলেজের বাইরে রাস্তায় বসে প্রতিবাদ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষের। দু্র্বৃত্ত, বহিরাগত মুক্ত কলেজ প্রাঙ্গণ চাই, পোস্টার লিখে প্রতিবাদ পঙ্কজ রায়ের
ঠিক কী ঘটেছে?
অধ্যক্ষ তাঁর রুমের বাইরে বেরিয়ে এসে কলেজের সামনে বসে চেয়ার নিয়ে প্রতিবাদ করছেন। রাস্তায় একাই বসে তিনি। রয়েছে একটি পোস্টারও। যেখানে লেখা হয়েছে, দুর্বৃত্ত, বহিরাগত মুক্ত কলেজ প্রাঙ্গণ চান তিনি। দুর্বৃত্তদের আক্রমণে কলেজ চত্বর ব্যতিব্যস্ত। তাই রাস্তায় বসে এমন প্রতিবাদ করতে বাধ্য হচ্ছেন অধ্যক্ষ। এবিপি আনন্দকে জানালেন এমনটাই।
কী বলেছেন 'প্রতিবাদী' অধ্যক্ষ?
কলেজ ছেড়ে রাস্তায় অধ্যক্ষ। কেন? এ প্রশ্নের জবাবে পঙ্কজ রায় বলেন, 'আমাদের এমন অবস্থায় দাঁড় করিয়েছে। বিশেষ করে শিক্ষাঙ্গনকে। আমাদের কলেজে দীর্ঘদিন ধরে সাবির আলির নেতৃত্বে এখানে দুর্বৃত্তরাজ চলছে। টাকা নেওয়া থেকে কোনও অনুষ্ঠান হোক কিংবা ভর্তি-পরীক্ষা, সব সময় এই সকল বহিরাগতরা আসে। এঁরা কিন্তু কোনওদিনই এই কলেজের ছাত্র নন। তাঁদের দিয়ে যে শব্দ, ভাষা ব্যবহার করা হয় তা গুলি করার থেকেও বেশি।'
আরও পড়ুন , নন্দীগ্রামে তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রচারে বাধা, অভিযুক্ত বিজেপি
এর পরই যোগেশ চন্দ্রের অধ্যক্ক বলেন, 'আমি চারু চন্দ্র থানায় অভিযোগ জানিয়েছি। সিপিকেও বলেছি। গতকাল রাত্রে রাজ্যের হোম সেক্রেটারি, রাজ্যপাল, কলকাতা বিশ্ববিদ্যালয় সবাইকে জানিয়েছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে