Jogesh Chandra Chaudhuri College: যোগেশ চন্দ্র কলেজে ফের সরস্বতী পুজো নিয়ে জটিলতা, অধ্যক্ষের ঘরেই তালা দিলেন ছাত্রদের একাংশ
Jogesh Chandra Chaudhuri Law College:যোগেশ চন্দ্র কলেজে ফের সরস্বতী পুজো নিয়ে জটিলতা। ল'কলেজে অধ্যক্ষের ঘরেই তালা দিলেন ছাত্রদের একাংশ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: যোগেশ চন্দ্র কলেজে ফের সরস্বতী পুজো নিয়ে জটিলতা। ল'কলেজে অধ্যক্ষের ঘরেই তালা দিলেন ছাত্রদের একাংশ। 'প্রাক্তনীদের নিয়ে সরস্বতী পুজো করতে চাইছে অধ্যক্ষ'। ল'কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ পড়ুয়াদের একাংশের। প্রাক্তনী আসবে, তারা থাকবে, পাল্টা দাবি আরেকপক্ষের। 'প্রাক্তনীরা আসতে চাইলে আসবে, পুজোয় কোনও বাধা নেই', সরস্বতী পুজো নিয়ে বিতর্কে জানিয়ে দিলেন ল কলেজের অধ্যক্ষ।
যোগেশ চন্দ্র কলেজ পড়ুয়াদের দাবি, তাঁরা চাইছেন কোনওরকমভাবে কোনও প্রাক্তন ছাত্র যেনও অংশগ্রহণ না করে
এই কলেজের পড়ুয়াদের দাবি, তাঁরা চাইছেন কোনওরকমভাবে কোনও যারা প্রাক্তন ছাত্র, তাঁরা অংশগ্রহণ না করে। কারণ অংশগ্রহণ করলে, তাঁদের উপর নানা, হুমকি উঠে আসে। তাঁরা চাইছেন না, প্রাক্তনরা এখানে অংশগ্রহণ করুক। অন্যদিকে, প্রিন্সিপ্যল তিনি জানাচ্ছেন, প্রাক্তনদের নিয়ে পুজো করার তিনি পক্ষে। সরস্বতী পুজোর প্রাক্কালে , এই ইস্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে জটিলতা।
"প্রিন্সিপাল ম্যাডাম প্রথমত কথা শুনতে চাইছেন না,আমাদেরকে কোনও মতেই পুজোটা করতে দেবেন না"
যোগেশ চন্দ্র কলেজের ছাত্রী সায়নিকা দে বলেন, প্রিন্সিপাল ম্যাডাম প্রথমত কথা শুনতে চাইছেন না। আমাদেরকে কোনও মতেই পুজোটা করতে দেবেন না। (এরপর দরজায় সাঁটানো একটি কাগজ দেখিয়ে), আপনি এই যে এটা দেখছেন, এটা কোনও রেজাল্ট ?! একটা স্টুডেন্টকে হ্যারাস করার পরেও এগুলি রেজাল্ট হয় ? অবৈধভাবে অ্যাপয়েন্টড হয়েও, ম্যাডাম বসে আছে, নিজের চেয়ারের উপরে। আর কিছুতেই আমাদেরকে, কোনও অ্যাকশন নিতে দিচ্ছে না। পুজোটা একটু করতে দিন।
এইগুলি সব একদম কুৎসা, হইহই করে সরস্বতী পুজো হয়। হবে। তার সঙ্গে কী সমস্যা ? প্রশ্ন কুণালের
যোগেশ চন্দ্র কলেজের অধ্যক্ষ, সুনন্দা গোয়েঙ্কা বলেন, আমরা সমস্তটাই আইন অনুযায়ী যাব। সেই অনুযায়ী আমরা কমিটি করেছি। টিচাররা ইনভলবড আছেন। ..ছাত্রদের মধ্যে যেটা হয়, ওদের দু-একটা দাবি দাওয়া, সেটা আমরা ধরে নিচ্ছি, সেটা আইনত বিচার করা হবে। আমরা এইটুকু নিশ্চিত করছি এখানে এসে, কারণ আপনারা জানেন , আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম মালা রায়, তাঁর কড়া নির্দেশ আছে, আইনের বাইরে কিছু হবে না।এদিন এই ইস্যুতে কুণাল ঘোষ বলেন, এইগুলি সব একদম কুৎসা। হইহই করে সরস্বতী পুজো হয়। হবে। তার সঙ্গে কী সমস্যা ?






















