Suvendu On Jyotipriya: জ্যোতিপ্রিয়-র শারীরিক অবস্থার উন্নতি, শুভেন্দু বললেন..
Suvendu Attacks Jyotipriya: জ্যোতিপ্রিয়-র শারীরিক অবস্থার উন্নতি খবর আসতেই প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতার, কী বললেন শুভেন্দু ?
ঝিলম করঞ্জাই, প্রকাশ সিন্হা এবং অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। জানাল অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে রোগীর প্রচুর চাপ থাকায়, মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব নয় বলে আদালতে জানাল কমান্ড হাসপাতাল। 'নাটক করছেন মন্ত্রী', কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা জবাব এসেছে তৃণমূলের (TMC) দিক থেকেও।
শুক্রবার বিচারক তাঁকে ED হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া মাত্রই মূর্চ্ছা যান রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। অ্যাপোলো হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তবে, শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগের দিনের তুলনায় মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রের পরীক্ষা করা হয়। রক্তচাপ ও হৃদ্স্পন্দন স্বাভাবিক রয়েছে। সোডিয়াম, পটাশিয়াম রয়েছে সহনীয় মাত্রায়। তাঁকে সেমি সলিড ডায়াবেটিক খাবার দেওয়া হচ্ছে। তবে শুক্রবার, মন্ত্রী কেন অসুস্থ হয়ে পড়েছিলেন, তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা।তাঁর শিরদাঁড়ার কোনও অংশে সমস্যা আছে কি না, তাও দেখা হচ্ছে।
মন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানতে, এদিন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এক ED অফিসার। সূত্রের খবর, রবিবারও তাদের একটা টিম হাসপাতালে যাবে এবং সোমবার আদালতে রিপোর্ট দেবে। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'যখন বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি (জ্য়োতিপ্রিয় মল্লিক) সুস্থ হয়ে উঠেছেন। আমার মনে হয়, এই অসুস্থ না থেকে, তিনি দ্রুত সুস্থ হয়ে, তদন্তকে ফেস করুন। এটাই তাঁর (জ্য়োতিপ্রিয় মল্লিক) পক্ষে ভাল হবে। নাহলে অযথা বিতর্ক তৈরি হবে। মানুষ বিভিন্ন ধরনের কুকথা বলবে। '
শুক্রবার বিচারক নির্দেশ দিয়েছিলেন,আপাতত জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের পছন্দমতো বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবেন। পরে সুস্থ হলে, কম্যান্ড হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হবে। যদিও এদিন কম্যান্ড হাসপাতালের তরফে আদালতকে জানানো হয়,তাদের হাসপাতালের উপর গোটা পূর্ব ভারতের চাপ রয়েছে। ১ লক্ষ সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা হয় সেখানে। ফলে এমনিতেই বাড়তি চাপ রয়েছে। এই পরিস্থিতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। তখন কমান্ড হাসপাতালের আইনজীবীকে, অন্য আদালতে এই আর্জি জানানোর কথা বলেন বিচারক।
আরও পড়ুন, লক্ষ্মী পুজোর দিনেই অঘটন, পুকুরে স্নানে নেমে মৃত্যু ২ নাবালিকার
প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর,বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতপরশু রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন।