Kali Puja 2025: বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, ধর্ষকদের শেষ করার জন্য, মা কালীর খড়গটা লাগবে : শুভেন্দু
Suvendu On Kali Puja 2025: কালীপুজোয় নারী নিরাপত্তা নিয়ে কড়া বার্তা বিরোধী দলনেতার

কলকাতা: আজ কালীপুজো। শক্তির আরাধনা। দিকে দিকে সাড়ম্বরে পূজিতা হবেন মা। ঠিক এমনই আবহে নারী নিরাপত্তা নিয়ে কড়া বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, ধর্ষকদের শেষ করার জন্য, মা কালীর খড়গটা লাগবে।'
আরও পড়ুন, কালীপুজোয় দক্ষিণেশ্বরে ভবতারিণীর আরাধনা, সকাল থেকে পুজোর ডালি হাতে ভক্তদের লম্বা লাইন
'মা দুর্গার ত্রিশূল এবং মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য..'
এদিন শুভেন্দু বলেন, মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা,.. এবাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গিয়েছে। কোনও বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য, মা কালীর খড়গটা লাগবে। সেই প্রার্থনাই মায়ের কাছে করছি। অভয়া থেকে দুর্গাপুর মেডিক্যাল কলেজ, আমাদের কোনও মেয়ে কোনও বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল এবং মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য।'
'অভয়া থেকে দুর্গাপুর মেডিক্যাল কলেজ, আমাদের কোনও মেয়ে কোনও বোন এই বাংলায় সুরক্ষিত নয়..'
আর জি করের পর দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্য়াল কলেজ। এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে সম্প্রতি তোলপাড় হয়েছে রাজ্য়। শুধু তাই নয়। দুর্গাপুরের নির্যাতিতার বাবা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, তা-ও মনে করিয়ে দিয়েছে আর জি কর-কাণ্ডের কথা। দুর্গাপুরের নির্যাতিতা ছাত্রীর বাবার এই যন্ত্রণা মনে করিয়ে দিচ্ছে, আরেক মা-বাবার কথা। আর জি কর মেডিক্য়ালের সেই তরুণী চিকিৎসকের মা-বাবা। যাঁদের সারা জীবনের স্বপ্ন এভাবেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মিল শুধু এখানেই নয়। দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের পর নির্যাতিতার বাবা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, তা-ও মনে করিয়ে দিয়েছে আর জি কর-কাণ্ডের কথা। কারণ, ঠিক একইরকম গড়িমসি কিংবা গাফিলতির অভিযোগ, পুলিশের বিরুদ্ধে উঠেছিল তখনও।
বদলাল কী?
আর জি কর-কাণ্ডের পরও কখনও ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলে ভিড়ের ভাইরাল ছবি। কখনও সেমিনার হলের উল্টোদিকের ঘরের দেওয়াল ভাঙার ছবি ঘিরে। বারবার প্রশ্ন উঠেছিল, এতে কি তথ্য়প্রমাণ নষ্ট হবে না? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এর সদস্য অনিকেত মাহাতো বলেছিলেন, তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। তদন্তকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা হয়েছে। প্রমাণ নষ্ট হয়েছে। আর জি কর-কাণ্ডের পর বেনজির প্রতিবাদ দেখেছিল পশ্চিমবঙ্গ। কিন্তু দেড় বছরের মাথায় দুর্গাপুরে এক গণধর্ষণকাণ্ডে ফের উঠছে সেরকমই অভিযোগ, সেরকমই প্রশ্ন। তাহলে বদলাল কী?
কালীপুজোয় দক্ষিণেশ্বরে ভবতারিণীর আরাধনা, সকাল থেকে পুজোর ডালি হাতে ভক্তদের লম্বা লাইন






















