West Bengal News Live: পাকিস্তানের পর্দাফাঁসে এবার কেন্দ্রের হয়ে বিশ্বের দরবারে যাচ্ছেন অভিষেক
Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Background
ISI-এর সঙ্গে ইউটিউবার জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ যোগাযোগ প্রকাশ্যে। ISI আধিকারিক আলি হাসানের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে।
পাকিস্তান-চিনের পর পাক-হ্যান্ডলারদের সাহায্যে এবার বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি? পাক চর-চক্রে ইউটিউবারের গ্রেফতারির পরে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খবর সূত্রের।
ধৃত হরিয়ানার তরুণীর পিছনে থাকতে পারে বড় নেটওয়ার্ক। ISI আধিকারিকের সঙ্গে চ্যাটে সাঙ্কেতিক ভাষায় কথা। জ্যোতির মাধ্যমে এজেন্টদের ভারতে পরিচিত করাতে চাইছিল ISI, খবর সূত্রের।
জ্যোতির বাজেয়াপ্ত করা ফোন ও ল্যাপটপের ফরেন্সিক পরীক্ষা। পাক গুপ্তচর সন্দেহে ধৃত তরুণীকে টানা জেরা। ছবি ও তথ্য অন্য কোথাও পৌঁছয় নি তো? উঠছে প্রশ্ন।
পাকিস্তান যাওয়ার আগে বাংলায় জ্যোতি মালহোত্রা। শিয়ালদা থেকে ট্রেনে উঠে মোবাইলে ব্লগ। কী কারণে কলকাতায় জ্যোতি?। অনুসন্ধানে পুলিশ।
গোয়েন্দাদের নজরে এবার জ্যোতি মালহোত্রার ডায়েরি। আমরা সবাই একই ভূমি, একই মাটির। ডায়েরির পাতায় ২০১২ সালের পাকিস্তান ভ্রমণের অনুভূতির কথা উল্লেখ।
নাটকীয় পালাবদল। কিরেন রিজিজুর ফোন পেয়ে সিদ্ধান্ত বদল মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপারেশন 'সিঁদুর' নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদলের হয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংসদ বিষয়ক মন্ত্রীর ফোন পেয়ে সিদ্ধান্ত বদল। প্রতিনিধিদলে অভিষেকের নাম প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোটা বিশ্বে অপারেশন সিঁদুরের তথ্য তুলে ধরবে প্রতিনিধিদল।
পহেলগাঁওকাণ্ড নিয়ে সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বিদেশসচিবকে প্রশ্ন অভিষেকের। এটা তাঁর মন্ত্রকের বিষয় নয়, উত্তর মিস্রীর। ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্নে জবাব পেলেন না তৃণমূল সাংসদ।
ধর্নার ১৪ দিন। এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। পুলিশ ডাকলেও আপাতত যাচ্ছেন না কোনও চাকরিহারা। ছবি এঁকে, পথ নাটিকায় আজ দিনভর প্রতিবাদ।
ছাব্বিশের ভোটের আগে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পে ঢালাও বরাদ্দ। কথা দিলে কথা রাখি, দাবি মুখ্যমন্ত্রীর।
এবার তৃণমূলের শ্রমিক সংগঠনেও রদবদল। INTTUC-তে থাকছে না জেলা সভাপতি পদ। চেয়ারপার্সন হিসেবে সার্বিক দায়িত্বে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
পরশু থেকে তিন দিনের বাস ধর্মঘটের ডাক রাজ্যে। পুলিশের সঙ্গে বাস মালিক সংগঠনের ভিডিও কনফারেন্সে আলোচনা ব্যর্থ। ধর্মঘটেই অনড় বাস মালিকরা।
NMC-র গাইডলাইন লঙ্ঘিত হওয়ার অভিযোগ। কোটি টাকার জরিমানার মুখে NRS মেডিক্যাল কলেজ, শোকজ কমিশনের। নোটিস পাওয়ার পরেই চিকিৎসক-অধ্যাপকদের নোটিস।
রানাঘাটে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এক অন্তঃসত্ত্বাকে। প্রতিবাদে স্বাস্থ্য কেন্দ্রে তালা। চেয়ারম্য়ানকে ঘিরে বিক্ষোভ। তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি।
শারীরশিক্ষা-কর্মশিক্ষার নিয়োগে সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ বহাল। এখনই সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের উপর কোনও হস্তক্ষেপ নয়। প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। ১৮ জুন মামলার ফের শুনানি।
এন্টালিতে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও ১। ধৃতের সংখ্যা বেড়ে ৯। মন্দিরবাজারে ধৃতের আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার সাড়ে ৩২ লক্ষ টাকা।
কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৫। কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি।
আবার সেই গাইসাল। এবার মালদাগামী ট্রেনের ইঞ্জিনে আগুন। আগুন দেখেই চালককে ফোন গার্ডের। গুঞ্জরিয়ায় আটকাল রাজধানী এক্সপ্রেস।
সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আটকে যাত্রীরা। বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। বহু দূরপাল্লার ট্রেন ছাড়ছে বিলম্বে, ভোগান্তি চূড়ান্তে।
সিগন্যাল বিভ্রাটে চূড়ান্ত ভোগান্তি
WB News Live Updates: সংহতি বার্তা দিতে শ্রীনগর, পুঞ্চ, রাজৌরি যাচ্ছেন তৃণমূলের ৫ সাংসদ
পহেলগাঁওকাণ্ডের পরে অপারেশন সিঁদুর। সংহতি বার্তা দিতে শ্রীনগর, পুঞ্চ, রাজৌরি যাচ্ছেন তৃণমূলের ৫ সাংসদ। নদিয়ায় তিরঙ্গা যাত্রায় বিরোধী দলনেতা।
West Bengal News Live: মমতার ক্ষোভের পরেই রিজিজুর ফোনে নাটকীয় পালাবদল
মমতার ক্ষোভের পরেই রিজিজুর ফোনে নাটকীয় পালাবদল। পাঠান আউট। নেত্রীর সুপারেশ পাক-পর্দাফাঁসে এবার কেন্দ্রের হয়ে বিশ্বের দরবারে যাচ্ছেন অভিষেক।






















