KMC Election 2021: কেউ মশারি জড়িয়ে ঘুরছেন, কেউ বা ধামসা বাজিয়ে! প্রচার ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই প্রার্থীদের
ভোটবঙ্গে পারদও চড়ছে। দফায় দফায় প্রচার সারছে বাম(CPM)-তৃণমূল(TMC)-কংগ্রেস(Congress0। বুধবারেও সকাল থেকেই বজায় রইল প্রচার উত্তাপ।
কলকাতা: দোরগোড়ায় কড়া নাড়ছে পুরভোট (Kolkata Municipality Vote)। আগামী ১৯ ডিসেম্বর আসতে বেশি দেরি নেই। ভোটবঙ্গে পারদও চড়ছে। দফায় দফায় প্রচার সারছে বাম(CPM)-তৃণমূল(TMC)-কংগ্রেস(Congress0। বুধবারেও সকাল থেকেই বজায় রইল প্রচার উত্তাপ।
শমীক ভট্টাচার্য (Sameek Bhattacharya)
৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে প্রচার শমীক ভট্টাচার্যর। এদিন লেনিন সরণি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি।
আশিস চট্টোপাধ্যায় (Asish Chakraborty)
মশারির মধ্যে প্রার্থী। এ ভাবেই আজ আমহার্স্ট স্ট্রিট এলাকায় প্রচার করলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আশিস চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ ঠেকাতে ব্যর্থ কলকাতা পুরসভা। তাই পুরভোটের আগে এই ইস্যুকেই সামনে রেখে প্রচার করছেন তিনি। বাড়ি বাড়ি মশারি বিলিরও দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।
দিলীপ ঘোষ (Dilip Ghosh)
কলকাতা পুরসভার ৯৯ ও ১০০ নম্বর ওয়ার্ডে প্রচারে দিলীপ ঘোষ। এদিন রামগড় এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন ৯৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী তানিয়া দাস ও ১০০ নম্বর ওয়ার্ডের প্রার্থী সঞ্জয় দাস।
অরূপ বিশ্বাস (Arup Biswas)
পুরভোটের প্রচারে নেমে ধামসা বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তার তালে নাচলেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব যাদবপুর থানা এলাকার শহিদ স্মৃতি কলোনিতে তৃণমূলের বর্ণময় প্রচারে পা মেলান কর্মী, সমর্থকরা।
উল্লেখ্য, রাজ্য এবং নির্বাচন কমিশনকে কলকাতা পুরভোটে স্থগিতাদেশ না দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। যত দ্রুত এবং যত কম দফায় সম্ভব নির্বাচন করতে হবে। বাকি পুরসভাগুলিতে কবে ভোট, তা রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে আলোচনা করে ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সব পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। সেইসব মামলার একত্রে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। তার আগে পুরভোট মামলার রায় ঘোষণা করল আদালত।