WB News News Update: উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত
District News Live Blog: বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি। উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা, হিলি, ফুলবাড়ির পাশাপাশি, দক্ষিণের পেট্রাপোল, গেদে, সমস্ত সীমান্তেই ভিড়

Background
কলকাতা: বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি। এই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি। উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা, হিলি, ফুলবাড়ির পাশাপাশি, দক্ষিণের পেট্রাপোল, গেদে, সমস্ত সীমান্তেই ভিড়। কেউ ফিরবেন বাংলাদেশে, কেউ আবার প্রাণের ঝুঁকি নিয়ে ভারতে ফিরে আসছেন। হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর একের পর এক হামলার অভিযোগ সামনে আসছে। বাংলাদেশের একাধিক জায়গায় বাড়িঘর ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগ চলেছে অবাধে। মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইস্কনের জগন্নাথ মন্দিরে। বাদ যায়নি ঢাকাও। সেখানও আক্রান্ত হয়েছে হিন্দুরা। যা নিয়ে এদিন সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সর্বদল বৈঠকে বিষয়টি তোলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।
উন্মত্ত জনতার হাতে খুন হতে হল বাংলাদেশের প্রযোজক সেলিম খান ও তাঁর অভিনেতা-পুত্র শান্ত খানকে। এদিকে, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হল। ফোকব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ঢুকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সব বাদ্যযন্ত্র। বাংলাদেশে এবার শিল্পীদের ওপর চলল নজিরবিহীন হামলা। অন্যদিকে, ওপার বাংলার অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ এপার বাংলায়। বাংলাদেশে নৈরাজ্য়ের জেরে বন্ধ সীমান্ত বাণিজ্য়। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্য়াসোসিয়েশন সূত্রে খবর, দিনে প্রায় ১২০ কোটির টাকার ক্ষতি হচ্ছে ব্য়বসায়। উত্তর ২৪ পরগনার বেনাপোল সীমান্তে আটকে ৭২৪টি গাড়ি।
সন্দেশখালিতে প্রকাশ্য়ে তৃণমূলের কোন্দল। চাকরিতে বদলির পরীক্ষায় ঘুষ চাওয়ার অভিযোগ উঠল সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন কর্মাধ্যক্ষ ও তার স্বামী। অন্য়দিকে, ঘুষ চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে জানাতে গেলে সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল করার অভিযোগ ওঠে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্য়ক্ষ এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে। যদিও ঘটনায় তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্টোডাঙায় প্লাইউডের গুদামে বিধ্বংসী আগুন। পাশের আরেকটি প্লাইউডের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
আজ ভোর সোয়া ৫টা নাগাদ ইস্ট ক্যানাল সার্কুলার রোডের ওই প্লাইউডের গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
WB News Live News: উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত
উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত। এপারে কাজে আসা বাংলাদেশিরা একরাশ উদ্বেঘ আর উৎকণ্ঠা নিয়ে ফিরছেন নিজের দেশে। আর বাংলাদেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে এপারে আসছেন অনেকে। যাত্রীদের নিয়ে বাস এখন বাংলাদেশের ভিতরে যাচ্ছে না। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তেই নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। বাংলাদেশের বেনাপোল হয়ে দেশে ফিরছেন তাঁরা। পেট্রাপোল সীমান্তে আজও কড়া নজরদারি চালাচ্ছে BSF.
West Bengal Live Blog Update: ডামাডোল পরিস্থিতির মধ্যেও, প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু
বাংলাদেশে ডামাডোল পরিস্থিতির মধ্যেও, প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু। কয়েকদিন বন্ধ থাকার পর গতকাল থেকে একটু একটু করে ছন্দে ফিরছে সীমান্ত বাণিজ্য। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চলছে রফতানি। এপার বাংলার ঘোজাডাঙার ওপারেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। বাংলাদেশের শিল্পের জন্য ভারত থেকে কাঁচামাল যায় এই সীমান্ত দিয়ে। গতকাল থেকে ঘোজাডাঙা সীমান্তে শুরু হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচল।






















